স্টাফ রিপোর্টার ॥
মানুষের প্রতি অকৃত্রিম ভালবাসা আর সাংগঠনিক দক্ষতা দিয়ে আহ্সান উল্লাহ্ মাস্টার তৈরি করেছিলেন এক অন্যরকম রকম বলয়। খুব সহজেই তিনি মানুষের মনের ভাষা পড়তে পারতেন। তাই প্রত্যেককে আলাদাভাবে বিম্ময়কর ঐন্দ্রজালিক ক্ষমতায় আকৃষ্ট করতে পারতেন। সে কারণেই সর্বসাধারণের মনের গভীরে ভালবাসায় সিক্ত হয়েছিলেন তিনি। গাজীপুর-২ সংসদীয় এলাকার সাবেক সাংসদ আহ্সান উল্লাহ্ মাস্টারের ৬৭তম জন্মবার্ষিকীর আলোচনায় এভাবেই তাকে বক্তাবৃন্দ চিত্রয়িত করেন।
মাটির ঘরে জন্ম নিয়ে আদর্শ রাজনীতিক হিসেবে জীবনময় তাঁর অগ্রগমন ছিলো মানুষকে ভালোবেসে কাছে যাওয়ার।
প্রয়াত শ্রমিকনেতা আহ্সান উল্লাহ্ মাস্টারের ৬৭তম জন্মবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার গাজীপুর প্রেসক্লাব কর্তৃপক্ষ এক আলোচনা সভার আয়োজন করে। দুপুরে গাজীপুর প্রেসক্লাবের সভাপতি মোঃ এনামুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি এ্যাড. ওয়াজ উদ্দিন মিয়া। অন্যান্যর মধ্যে স্মৃতিচারণামূলক আলোচনায় বক্তব্য রাখেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ রেজিস্টার আব্দুল মালেক সরকার ও শহীদ আহ্সান উল্লাহ্ মাস্টার এমপি স্মৃতি পরিষদ’র সাধারণ সম্পাদক সাংবাদিক মোঃ আতাউর রহমান, প্রেসক্লাবের সাবেক সভাপতি মুকুল কুমার মল্লিক, দৈনিক গণমুখ সম্পাদক ও প্রকাশক মোঃ আমজাদ হোসেন, প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ মুুজিবুর রহমান ও মোঃ খায়রুল ইসলাম, কোনাবাড়ী ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ বিল্লাল হোসেন, দৈনিক মুক্ত বলাকার সম্পাদক ও প্রকাশক মোঃ আলমগীর হোসেন, সাপ্তাহিক বাংলাভূমি’র সম্পাদক ও প্রকাশক মোঃ নজরুল ইসলাম আজহার, সাংবাদিক সৈয়দ মোকছেদুল আলম, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম নজরুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক মোঃ রুহুল আমিন সজিব, অনিল মন্ডল, এম. এ ফিরোজ লাভলু, বাসস’র জেলা প্রতিনিধি বীরমুক্তিযোদ্ধা শেখ শহীদুল্লাহ, সাংবাদিক মোঃ আবুল হোসেন, মোঃ হোসাইন ইমাম, এম. এ ফরিদ, মোঃ নূরুল আমিন সিকদার প্রমুখ।
পরে দোয়া, কেককাটা ও মধাহ্ন ভোজের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি টানা হয়।