স্টাফ রিপোর্টার ॥
গাজীপুর: মরিয়ম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আলম আহমেদ এর পিতা ও বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী বঙ্গতাজ তাজ উদ্দিন আহমেদ এর ভগ্নিপতি মরহুম সরকার হেলাল উদ্দিন আহমেদ এর ২৩তম মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে।
আলম আহমেদ এর গ্রামের বাড়ি গাজীপুরের কাপাসিয়া উপজেলার সনমানিয়া ইউনিয়নের দক্ষিণগাঁওের মরিয়ন ভিলেজে এ উপলক্ষে শুক্রবার (১০ নভেম্বর) বাদ জুম্মায় মিলাদ মাহফিল ও দোয়ার আয়োজন করা হয়েছে। তাছাড়া এতিমখানায় ও মসজিদে দিনভর পবিত্র কোরআন তেলাওয়াত করা হয়। এ অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন প্রধানমন্ত্রীর ফুফাতো ভাই জাতীয় ক্রিকেট বোর্ডের সাবেক চেয়ারম্যান নজিব আহমেদ, বাংলাদেশ কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি মোতাহার হোসেন মোল্লা, বাংলাদেশ কৃষক লীগের কেন্দ্রীয় নেতা আব্দুর রশিদ সরকার, আলম আহমেদ এর ভাগিনা ব্যারিস্টার মুরাদ, কৃষক লীগের কাপাসিয়া উপজেলা শাখার সভাপতি ও সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা আইন উদ্দিন ও মাহবুবুল আলম বাবলু প্রমুখ।
উক্ত মিলাদ মাহফিলে যোগদিতে আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব, শুভানুধ্যায়ীসহ এলাকার প্রায় দশ থেকে ১২ হাজার লোক অংশগ্রহণ করেন এবং মধাহ্ন ভোজের মাধ্যমে অনুষ্ঠান শেষ করেন।