স্টাফ রিপোর্টার ॥
গাজীপুর: গাজীপুর স্বাস্থ্য বিভাগের উদ্যোগে বৃহস্পতিবার সিভিল সার্জন কার্যালয়ের সভাকক্ষে এইড্স/এসটিডি কর্মসূচীর আওতায় দিনব্যাপী এইড্স বিষয়ক সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিভিল সার্জন ডা: সৈয়দ মো: মঞ্জুরুল হক। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ডা. আসমা ফেরদৌসী, জেলা পুষ্টি বিষয়ক সমন্বয়কারী শিরিন আক্তার, জেলা স্বাস্থ্য তত্ত্বাবধায়ক সত্য রঞ্জণ ধর, সিনিয়র স্বাস্থ্যশিক্ষা কর্মকর্তা মো: নুরুল ইসলাম, মুক্তিযোদ্ধা মো: হাতেম আলী, কেয়ার বাংলাদেশের মণীষা মাফরুহা, শিক্ষীকা ফাতেমা আক্তার, শিরিন আক্তার, সোহরাত বেগম, রাবেয়া আক্তার, নুরুন নাহার, মসজিদের ইমাম মাওলানা মো: আব্দুল করিম, মওলানা মো: নুরুল ইসলাম, মওলানা আব্দুল আলীম, সাংবাদিক মুকুল কুমার মল্লিক, কাজী মোসাদ্দেক হোসেন, সাংবাদিক মো: হাবিবুর রহমান প্রমুখ।
সভায় ভিডিও প্রজেক্টরের মাধ্যমে এইড্স বিষয়ে বিভিন্ন তথ্য উপস্থাপন করা হয়। এইড্স প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি, কলকারখানায় শ্রমিকদের সাথে আলোচনা, পরিবহন শ্রমিকদের সাথে মত বিনিময় করা, হোটেল ও রিসোর্টে অবৈধ ও দেহ ব্যবসা বন্ধ করা, কমিউনিটি ক্লিনিকে সেবা গ্রহীতাদের সচেতনতা বৃদ্ধি করা এবং অধিক ও কার্যকর সচেতনতার জন্য বাংলা ভাষায় এইড্স বিষয়ক তথ্যাদী লিফলেট আকারে বিভিন্ন ঝুকীপূর্ণ জনগোষ্ঠীর মাঝে বিতরনের উপর গুরুত্বারোপ করা হয়।