বাংলাভূমি ডেস্ক ॥
জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগে বন্ধ করে দেয়া ধানমন্ডি ও গুলশানের লেকহেড স্কুল খুলে দিতে হাইকোর্টের রায় আবারও স্থগিত করেছেন আপিল বিভাগ। ফলে স্কুলটি বন্ধ থাকছে। একই সঙ্গে স্কুল পরিচালনার জন্য শিক্ষা মন্ত্রণালয়কে ৭ দিনের মধ্যে নতুন করে ম্যানেজিং কমিটি গঠনের নির্দেশ দেয়া হয়েছে।
মঙ্গলবার (৩ ডিসেম্বর) ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি মো. আবদুল ওয়াহ্হাব মিঞার নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেন। বেঞ্চের আরও আইনজীবীরা হলেন এ এফ হাসান আরিফ, ব্যারিস্টার আখতার ইমাম ব্যারিস্টার রাশনা ইমাম ও রাষ্ট্রপক্ষের আইনজীবী হিসেবে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।
গত ১৪ নভেম্বর লেকহেড গ্রামার স্কুলের ধানমন্ডি ও গুলশান শাখা ২৪ ঘণ্টার মধ্যে খুলে দিতে নির্দেশ দেন হাইকোর্ট। পরে এই আদেশ স্থগিত চেয়ে আবেদন করেন রাষ্ট্রপক্ষ।
গত ৬ নভেম্বর ধানমন্ডি ও গুলশানের দুটি শাখাসহ লেকহেড স্কুলের সব শিক্ষা কার্যক্রম বন্ধ করার নির্দেশ দেয় শিক্ষা মন্ত্রণালয়। শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব সালমা জাহানের সই করা চিঠিতে ঢাকা জেলা প্রশাসককে এ নির্দেশ দেওয়া হয়। চিঠিতে বলা হয়, এই প্রতিষ্ঠানটি সরকারের অনুমোদন নেয়নি। এ ছাড়া শিক্ষাপ্রতিষ্ঠানটি ধর্মীয় উগ্রবাদ, উগ্রবাদী সংগঠন সৃষ্টি, জঙ্গি কার্যক্রমে পৃষ্ঠপোষকতাসহ স্বাধীনতার চেতনাবিরোধী কর্মকাণ্ডে যুক্ত বলে চিঠিতে উল্লেখ করা হয়।
সূত্র- যমুনা টিভি, রাইজিং বিডি