আন্তর্জাতিক ডেস্ক ॥
পাকিস্তানের সঙ্গে দীর্ঘমেয়াদী দ্বিপক্ষীয় বাণিজ্যে মার্কিন ডলারের পরিবর্তে চীনা মূদ্রা ইউয়ান ব্যবহারের প্রস্তাব দিয়েছে বেইজিং। পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী আহসান ইকবাল এ খবর জানিয়ে বলেছেন, চীনের এই প্রস্তাব বিবেচনা করে দেখছে পাকিস্তান। খবর ডন উর্দূ
চীন-পাকিস্তান যৌথ অর্থনৈতিক করিডোরের একাংশের কাজ শুরু উপলক্ষে মঙ্গলবার এক অনুষ্ঠানে ইকবাল বলেন, পাকিস্তানের জাতীয় স্বার্থ রক্ষা করে চীনের প্রস্তাব বিবেচনা করে দেখছে ইসলামাবাদ।
তিনি বলেন, চীন-পাকিস্তান যৌথ অর্থনৈতিক করিডোর তৃতীয় কোনো দেশের জন্য হুমকি নয় বরং বিশ্বের যেকোনো দেশ চাইলে এই করিডোরের সুফল ভোগ করতে পারবে।
চীন ও পাকিস্তানের মধ্যে এ যাবতকালের মধ্যে সর্ববৃহৎ দ্বিপক্ষীয় সহযোগিতা হচ্ছে এই অর্থনৈতিক করিডোর। ৫ হাজার ৭০০ কোটি ডলার ব্যয়ে এই করিডোর নির্মাণের কাজ শেষ হতে ২০২৫ সাল পর্যন্ত সময় লেগে যেতে পারে।
এই পরিকল্পনার আওতায় পাকিস্তানের গোয়াদর বন্দর থেকে শুরু করে দেশটির উপর দিয়ে চীন পর্যন্ত বিশাল মহাসড়ক নির্মাণ করা হবে। এই করিডোর নির্মিত হলে চীনের পাশাপাশি অর্থনৈতিক, রাজনৈতিক ও সামাজিক দিক দিয়ে পাকিস্তান ব্যাপকভাবে উপকৃত হবে বলে ধারণা করা হচ্ছে। সূত্র : ডন উর্দু