বাংলাভূমি ডেস্ক ॥
আজ বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায় ঘোষণার করা হবে। রাজধানীর পুরান ঢাকার বকশি বাজারে স্থাপিত ঢাকার বিশেষ জজ-৫ আদালতে মামলার রায় ঘোষণা করা হবে। রায়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাজা হলে সহিংসতার সৃষ্টি হতে পারে। এজন্য সকাল থেকেই আদালত চত্বর ও আশপাশ এলাকায় কঠোর নিরাপত্তা বেষ্টনী গড়ে তোলা হয়েছে।
আদালতের নিরাপত্তা জোরদার করার জন্য ইতোমধ্যে বকশি বাজার মোড়ে বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।
সরেজমিনে গিয়ে দেখা গেছে, চানখাঁরপুল মোড়েও নিরাপত্তা তল্লাশি চৌকি বসানো হয়েছে। বকশি বাজারের আশপাশে রাস্তাতেও পুলিশ সদস্যরা অবস্থান করছেন। আশপাশের সব দোকানপাট বন্ধ রয়েছে। আর আদালতে প্রবেশ করতে অন্তত ৫বার তল্লাশির মুখোমুখি হতে হচ্ছে সাংবাদিকদের।
এদিকে এ মামলার একজন আসামি ব্যবসায়ী শরফুদ্দিন আহমেদকে ইতোমধ্যে কারাগার থেকে আদালতে হাজির করা হয়েছে। এছাড়া রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের আইনজীবীরা আদালতে আসতে শুরু করেছেন।
এর আগে গত ২৫ জানুয়ারি যুক্তিতর্ক শুনানি শেষে ঢাকার বিশেষ জজ-৫ আদালতের বিচারক আকতারুজ্জামান মামলাটির রায়ের জন্য এদিনটি ধার্য করেন।
জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার এজাহারে বলা হয়, ১৯৯১ সালে বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী থাকার সময় এতিম তহবিলের নামে নতুন একটি হিসাব খোলা হয় যাতে সাড়ে চার কোটি টাকা আসে বিদেশ থেকে। পরে তহবিল থেকে ২ কোটি ৩৩ লাখ টাকা জিয়া অরফানেজ ট্রাস্টে স্থানান্তর করা হয়। ক্ষমতার অপব্যবহার করে আসামীরা সেখান থেকে ২ কোটি ১০ লাখ ৭১ হাজার টাকা আত্মসাত করেন।মামলা করার ১৩ মাস পর ২০০৯ সালের ৫ই আগষ্ট ৬ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগ পত্র দেন তদন্ত কর্মকর্তা।
সূত্র: প্রথম আলো