আন্তর্জাতিক ডেস্ক ॥
পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের কাসুরে জয়নাব নামে সাত বছরের এক শিশুকে ধর্ষণ ও হত্যাকারী ইমরান আলীকে ১২ বার ফাঁসি দেওয়ার রায় দিয়েছে দেশটির সন্ত্রাসবাদ নির্মূল বিশেষ আদালত। জয়নাবসহ সাত শিশুকে ধর্ষণ ও হত্যা মামলার মধ্যে তিন শিশুকে হত্যা মামলায় এ রায় ঘোষণা করা হয়। এছাড়া আরও তিন শিশুকে হত্যার রায় শুনানি বাকি রয়েছে। খবর: জং উর্দু
এসব মামলায় অভিযুক্তকে এছড়াও ৬০ লাখ রুপি জরিমানা ও ৩০ লাখ রুপি দিয়ত আদায়েরও নির্দেশ দেয় আদালত। জরিমানা আদায় না করলে ৬০ মাস কারাভোগও করতে হবে।
এরআগে ছয় বছরের শিশু জয়নব আনসারি ধর্ষণ ও হত্যা মামলায় অভিযুক্ত ইমরান আলিকে চার বার মৃত্যুদ- দিয়েছে পাকিস্তানের একটি আদালত।
শনিবার পাকিস্তানের একটি দুর্নীতি দমন আদালত ইমরানকে (২৪) অপহরণ, ধর্ষণ, হত্যা ও সন্ত্রাসবাদের অভিযোগে দোষী সাব্যস্ত করে সবগুলোতে আলাদাভাবে মৃত্যুদণ্ড দেয়।
এছাড়াও তাকে সমকামিতার অভিযোগে যাবজ্জীবন, অন্য একটি অভিযোগে সাত বছরের কারাদ- এবং ২০ লাখ রুপি জরিমানা করা হয়েছে।
নিরাপত্তার জন্য লাহোরের কেন্দ্রীয় কারাগারে বিশেষ আদালত বসিয়ে এই রায় দেওয়া হয়। ইমরান শুরুতে অভিযোগ অস্বীকার করলেও পরে নিজের অপরাধ স্বীকার করে নেয়। ডন জানায়, গত ১৪ ফেব্রুয়ারি ইমরান আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। এরপর তার আইনজীবী মামলা থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন।
গত বছরের ৯ জানুয়ারি পাঞ্জাবের দক্ষিণের কাসুর শহরের একটি ময়লার ভাগাড় থেকে ছোট্ট জয়নবের মৃতদেহ উদ্ধার করা হয়। ৪ জানুয়ারি থেকেই নিখোঁজ ছিল জয়নব। পরে জানা যায়, মক্তবে কোরআন পড়া শেষে বাড়ি ফেরার পথে সে অপহৃত হয়। ওমরাহ পালন করতে ওই সময় তার বাবা-মা সৌদি আরবে ছিলেন। সূত্র: জং উর্দু