বাংলাভূমি ডেস্ক ॥
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) চলতি ২০১৯-২০ অর্থবছরের বাজেট ঘোষণা করবে রোববার (১ সেপ্টেম্বর)। দুপুর সাড়ে ১২টায় নগর ভবন অডিটোরিয়ামে ডিএসসিসি মেয়র সাঈদ খোকন এ বাজেট ঘোষণা করবেন। এটিই হবে তার চলতি মেয়াদের শেষ বাজেট।
শনিবার (৩১ আগস্ট) ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের জনসংযোগ কর্মকর্তা উত্তম কুমার রায় বিষয়টি নিশ্চিত করেছেন।
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন সূত্রে জানা গেছে, এ বছর বাজেটে বেশি বরাদ্দ থাকছে মশা নিধনে। এছাড়া রাজস্ব আয় দুই হাজার কোটি টাকার ওপরে ধরা হয়েছে। সব মিলিয়ে চলতি ২০১৯-২০ অর্থবছরের প্রায় ৩ হাজার ৫০০ কোটি টাকার বাজেট ঘোষণা হতে পারে।
গত অর্থবছরে অর্থাৎ ২০১৮-১৯ অর্থবছরে বাজেটের আকার ছিল ৩ হাজার ৫৯৮ কোটি ৭৫ লাখ টাকা।