কাপাসিয়া ব্যুরো ॥
গাজীপুর: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে কাপাসিয়া উপজেলা আওয়ামীলীগের মাসব্যাপী কর্মসূচির সমাপনীতে ৩১ আগস্ট শনিবার বিকালে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাড. মাজহারুল ইসলাম সেলিমের সভাপতিত্বে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে স্থানীয় সংসদ সদস্য সিমিন হোসেন রিমি আধুনিক তথ্য প্রযুক্তি ব্যবহার করে স্কাইপিতে বক্তব্য রাখেন। ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মিজানুর রহমান প্রধানের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব অ্যাড. মোঃ আমানত হোসেন খান। অন্যান্যের মাঝে উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রওশন আরা সরকার, উপজেলা শ্রমিকলীগের সভাপতি আব্দুল কাদির ফকির, উপজেলা যুবলীগের সভাপতি মাহবুব উদ্দিন আহমদ সেলিম, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি সৈয়দ মজিবুর রহমান, উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ আব্দুল কাইয়ূম ভূঁইয়া, কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ মাহমুদুল হাসান মামুন প্রমুখ বক্তব্য রাখেন।