স্টাফ রিেিপার্টার ॥
গাজীপুর সিটি কর্পোরেশনের ভূরুলিয়া এলাকায় নাঈম সরকার নামে এক কলেজ ছাত্রকে প্রথমে ছুরিকাঘাত ও পরে কুপিয়ে হত্যা করেছে বখাটেরা।
এ সময় আহত হয়েছে তার আরেক বন্ধু। এলাকায় আধিপত্যের দ্বন্ধে এই হত্যাকান্ড হয়েছে বলে দাবি স্থানীয়দের। মরদেহ শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ময়না তদন্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
নিহত নাঈম সরকার স্থানীয় মডেল ইনস্টিটিউট অব সায়ন্স এন্ড টেকনোলজী (মিস্ট) এর ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টের চতুর্থ সেমিস্টারের ছাত্র।
জানা যায়, বৃহস্পতিবার সকালে কলেজের পাশে বন্ধুদের নিয়ে আড্ডা দিচ্ছিলো মুন্না। এ সময় তিন যুবক গিয়ে তাদের সেখান থেকে চলে যেতে আদেশ দেয়।
এক পর্যায়ে তাদের মধ্যে বাকবিতন্ডা হয়। পরে মুন্না বন্ধু নাঈমকে বিষয়টি জানান। নাইম ওই তিন বখাটেকে ধমকের সুরে শাসন করে।
পরে ওই দুই বখাটে এসে বাড়ির পাশে ফেলে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে নাঈমকে। গুরুতর আহত হন নাইম ও তার বন্ধু মুন্না। তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে নাঈমের মৃত্যু হয়। এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে একজনকে আটক করেছে পুলিশ। মামলা প্রক্রিয়াধীন।