দিনাজপুর প্রতিনিধি ॥
দিনাজপুর: বীরগঞ্জ সরকারি কলেজের প্রভাষক মিনি বেগম (৪০) লিভার ক্যান্সারে আক্রান্ত হয়ে গত ২৮জুন ঢাকায় চিকিৎসাধী অবস্থায় ইন্তেকাল করেণ (ইন্না লিল্লাহি…রাজিউন)।
২৯জুন সকাল ১০ঘটিকায় গ্রামের বাড়ি মরিচা চৌধুরী পাড়া জামে সমজিদের চত্তরে নামাজে জানাযা শেষে মরহুমাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। মৃত্যুকালে মরহুমা স্বামি ও দুই শিশু কন্যা সহ বহু গুনী শিক্ষার্থী ও শুভানুধ্যায়ি রেখে গেছেন।
উল্লেখ্য, প্রভাষক মিনি বেগম কলেজ সরকারি হবে মর্মে ২০১৬ খ্রিঃ শত আশা ও সপ্ন নিয়ে আনন্দে মেতে উঠেছিলেন প্রিয় ক্যাম্পাসে সেই আশা সপ্ন আজ মিথ্যে হয়ে তিনি চলে গেলেন চিরদিনের জন্য না ফেরার দেশে আমাদের আর কত মিনি বেগমকে হারাতে হবে জানানেই। প্রভাষক মিনি বেগমকে হারানো বেদনায় মাদার অফ হিউম্যানিটি ও শিক্ষাবান্দব মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিার ও দক্ষ শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপি মহোদয়ের কাছে আকুল আবেদন সরকারিকরণ ঘোষিত কলেজ সমূহকে দ্রুত আত্তীকরণ ও শিক্ষক কর্মচারীদের পদসৃজন করে মিনি বেগমরে সন্তানেরা বেঁচে থাকার স্বপ্ন দেখুক এই অনুরোধ রইল।