স্টাফ রিপোর্টার ॥
গাজীপুর: টঙ্গীর বড় দেওরা এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত ৩ টন পলিথিনের শপিং ব্যাগ ও ৫০০ কেজি পলিথিন জব্দসহ এমআইচটি ট্রেডার্সকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
আজ মঙ্গলবার গাজীপুর জেলা প্রশাসন ও জেলা পরিবেশ অধিদপ্তরের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়।
সূত্র জানায়, গাজীপুর জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর টঙ্গীর বড় দেওরা এলাকায় নিষিদ্ধ ঘোষিত পলিথিন উৎপাদনের দায়ে এমআইচটি ট্রেডার্সকে ৫০ হাজার টাকা জরিমানার পাশাপাশি ৩ টন পলিথিন ব্যাগ ও ৫০০ কেজি পলিথিন জব্দ করে।

গাজীপুর জেলা প্রশাসনের টঙ্গী রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাব্বির আহমেদের নেতৃত্বে এ অভিযানে গাজীপুর পরিবেশ অধিদপ্তরের রিসার্চ অফিসার মোঃ আশরাফ উদ্দিন, সহকারী পরিচালক মোঃ মমিন ভূঁইয়া, পরিদর্শক সঞ্জিত বিশ্বাসসহ আনসার ব্যাটালিয়ন সদস্যরা উপস্থিত ছিলেন।