স্টাফ রিপোর্টার ॥
জামিআ সাবিলুর রাশাদ গাজীপুরের নূরানী শিশুশিক্ষা প্রদর্শনী ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার (৪ ডিসেম্বর) গাজীপুর মহানগরের পূর্ব দেশীপাড়া এলাকায় অবস্থিত অত্র জামিআ’র মাদরাসা মাঠে আসরের নামাজের পর থেকে দোয়া মাহফিল শুরু হয়।
দোয়া মাহফিলে প্রধান মেহমান হিসেবে ওয়াজ করেন ঢাকা কল্যাণপুরের পীরে কামেল মুফতী আবু সাঈদ।
অত্র জামিআ’র সভাপতি ও জমিদাতা প্রফেসর ড. ইঞ্জি. মোহাম্মদ আব্দুল মান্নানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন টাঙ্গাইল গোপালপুরের নিজামিয়া মাদরাসার সিনিয়র মুহাদ্দিস পীরে কামেল হযরত মাও. জয়নুল আবেদীন, প্রধান বক্তা হিসেবে ওয়াজ করেন মুফতী উবায়দুল্লাহ্ বিন সাঈদ।
জামিআ সাবিলুর রাশাদ গাজীপুর মাদরাসার প্রতিষ্ঠাতা ও মুহতামিম মুফতী ইরশাদুল্লাহ্ কাসেমী এবং সাধারণ সম্পাদক আলহাজ্ব জাকির হোসেন মিয়ার পরিচালনায় বিশেষ বক্তা হিসেবে ওয়াজ করেন গাজীপুর কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মুফতী কামরুল ইসলাম নোমানী, জামিআ মাহমুদিয়ার মুহতামিম মুফতী আতাউর রহমান, নিজামিয়া মাদরাসার মুহতামিম মাওলানা জোবায়ের আহমদ, তেজগাঁও প্রেস কলনী জামে মসজিদের খতিব মুফতী মুখলেছুর রহমান।
জামিআ’র ইফতা বিভাগের ছাত্রবৃন্দ মাহফিলে ইসলামিক সংগীত পরিবেশন করেন।