মো. মনিরুল আলম
নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধিঃ
আজ বুধবার সকালে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ থানাধীন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অভিযান চালিয়ে ৬ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী মোঃ জুবায়েদ (২০) কে গ্রেফতার করে র্যাব-১১। এসময় একটি প্রাইভেটকার জব্দ করা হয়েছে। সে কুমিল্লা জেলার মুরাদনগর থানার কুলুবাড়ীর মোঃ মানিক মিয়ার পুত্র।
র্যাব-১১ জানায়, গ্রেফতারকৃত জুবায়েদ একজন ছদ্মবেশী মাদক ব্যবসায়ী। সে দীর্ঘদিন যাবৎ প্রাইভেটকার চালকের ছদ্মবেশ ধারণ করে অভিনব কায়দায় বিভিন্ন জেলা হতে নিষিদ্ধ মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ করে ঢাকা, নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করে আসছিল। তার বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।