স্টাফ রিপোর্টার
গাজীপুর সদর উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে উপজেলা পরিষদের চেয়ারম্যানের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে প্রেসক্লাব মিলনায়তনে সভাটি অনুষ্ঠিত হয়।
সভায় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট রীনা পারভীন।
মত বিনিময় সভায় ক্লাবের আইন বিষয়ক সম্পাদক মানিক মিয়ার সঞ্চালনায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কবি ও লেখক শাহান সাহাবুদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান হাসিনা সরকার, প্রেসক্লাবের সাবেক সভাপতি ফরিদুল ইসলাম খান, বঙ্গবন্ধু ফাউন্ডেশন গাজীপুর জেলার সহ সম্পাদক ফারুক সিকদার, দপ্তর সম্পাদক বাদল মুন্সী, অ্যাডভোকেট ফারহানা, প্রেসক্লাবের সহ সাধারণ সম্পাদক ওবাইদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আরিফ খান, কোষাধ্যক্ষ আইয়ুব খান, ধর্ম বিষয়ক সম্পাদক এম এম দুর্জয়, কার্যনির্বাহী সদস্য রোকুনুজ্জামান খান, সিনিয়র সদস্য লাভলু মিয়া, হুমায়ুন কবির, সাদিকুল ইসলাম সাগর, রাসেল শেখ, নজরুল ইসলামসহ ক্লাবের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।