চায়না আক্তার
স্টাফ রিপোর্টার
গাজীপুর জেলা শাখার শহীদ জিয়া স্মৃতি সংসদের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। গত ২৪শে সেপ্টেম্বর, মঙ্গলবার, শহীদ জিয়া স্মৃতি সংসদের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক আনোয়ার হোসেন মণ্ডল এবং যুগ্ম—আহ্বায়ক মো. নাসির উদ্দিনের যৌথ স্বাক্ষরে তিন মাসের জন্য ৩১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়। এই কমিটি শর্তসাপেক্ষে একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করবে।
নবগঠিত আহ্বায়ক কমিটিতে অধ্যাপক মো. রফিকুল ইসলামকে আহ্বায়ক এবং মো. আবদুর রহমানকে সদস্য সচিব করা হয়েছে।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন: অধ্যাপক জাহিদুর রহমান, অধ্যাপক মাসুদ রানা, এডভোকেট এরশাদ হোসেন, এডভোকেট সালাউদ্দিন রুহুল, ইঞ্জিনিয়ার আনোয়ার হোসেন, সাব্বির আহমেদ কাসিম, মিজানুর রহমান, মুজিবুর রহমান, বীর মুক্তিযোদ্ধা শাহ আলম সিকদার, এডভোকেট গোলজার হোসেন, ডা. মোমেন মোল্লা, এডভোকেট উম্মে কুলসুম, প্রভাষক শেহানুর বাসার সুজন, আলমাছ খান, সাইফুল ইসলাম মোল্লা, আজিজুর রহমান, মীর মো. সৈকত আল জামান, মোশাররফ হোসেন, দেলোয়ার হোসেন, আহাদুল ইসলাম কাকন, দেলোয়ার হোসেন (অন্য), মাসুম, আহসান হাবিব, নুরুল হুদা, নাজুক মিয়া, কাইয়ুম খান, মোজাম্মেল হক, মোস্তফা এবং আল আমিন সরকার।
নবগঠিত কমিটির আহবায়ক অধ্যাপক মো. রফিকুল ইসলাম বলেন, দলের ত্যাগী ও পরিশ্রমী নেতাকর্মীদের সমন্বয়ে একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করে দলকে এগিয়ে নেওয়ার জন্য কাজ করে যাবেন।