ছাইদুর রহমান নাঈম, কিশোরগঞ্জ থেকে
রাস্তার পাশে পড়েছিলো মিষ্টির কার্টন৷ কিছু একটা পাওয়া যাবে এই ধারণা থেকে রাস্তার কেউ একজন গিয়ে খোলার পরে দেখলো যায় নবজাতকের মরদেহ্। খবর পেয়ে পুলিশ এটে এটি উদ্ধার করেছে৷
রোববার (২৭ এপ্রিল) দুপুরে কিশোরগঞ্জ শহরের ফার্মের মোড় এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, শহরের গাইটাল ফার্মের মোড় এলাকায় মিষ্টির বক্সের ভেতর কালো কাপড় দিয়ে মোড়ানো এক নবজাতক রাস্তার পাশে মৃত অবস্থায় পড়েছিল। বিষয়টি স্থানীয় লোকজনের নজরে পড়লে তারা পুলিশকে খবর দেয়। তবে কে বা কারা এ ঘটনার সঙ্গে সম্পৃক্ত তা জানা যায়নি।
কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, রোববার দুপুর ১টায় ফার্মের মোড় এলাকায় একটি ছেলে নবজাতকের লাশ মিষ্টির বক্সের ভেতর পড়ে আছে বলে খবর পাই। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।
ধারণা করা হচ্ছে, ভূমিষ্ঠ হওয়ার পর কেউ বক্সে ভরে ফেলে চলে গেছে।