সপ্তাহশেষে মূল্য সূচক কমলেও বেড়েছে লেনদেন

বাংলাভূমি২৪ ডেস্ক ॥ লেনদেন হওয়া পাঁচ কার্যদিবসের মধ্যে দুই কার্যদিবস অধিক দর পতন হয়ে সপ্তাহশেষে উভয় পুঁজিবাজারে কমেছে মূল্য সূচক। তবে টাকার অংকে লেনদেন আগের সপ্তাহের চেয়ে বেড়েছে। একইসঙ্গে বেড়েছে বাজার মূলধন।

সপ্তাহশেষে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্রড ইনডেক্স ০.৬২ শতাংশ বা ২৮.৪৯ পয়েন্ট কমেছে। সপ্তাহের প্রথম কার্যদিবস অর্থাৎ রবিবার ডিএসই’র ব্রড ইনডেক্স কমেছে ৩২ পয়েন্ট, সোমবার বেড়েছে ১৯ পয়েন্ট, মঙ্গলবার কমেছে ২১ পয়েন্ট, বুধবার বেড়েছে ৭ পয়েন্ট এবং বৃহস্পতিবার বেড়েছে ১.৫ পয়েন্ট।

রবিবার ডিএসই’র ব্রড ইনডেক্স অবস্থান করে ৪৫৮৮ পয়েন্টে, সোমবার ৪৬০৮ পয়েন্টে, মঙ্গলবার ৪৫৮৬ পয়েন্টে, বুধবার ৪৫৯৪ পয়েন্টে এবং বৃহস্পতিবার অবস্থান করে ৪৫৯২ পয়েন্টে।

শরিয়াহ সূচক সপ্তাহশেষে ১.১৭ শতাংশ বা ১১.৭৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১০২০ পয়েন্টে।

আর ডিএস-৩০ ইনডেক্স সপ্তাহশেষে ০.৩৩ শতাংশ বা ৫.৪৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৬৭৫ পয়েন্টে।

গত সপ্তাহে ডিএসইতে লেনদেন বেড়েছে ৩৪.৩৯ শতাংশ বা ৬৫২ কোটি ৯৩ লাখ ৯৪ হাজার ৮ টাকা।

সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার ডিএসইতে লেনদেন হয়েছে ৪৬১ কোটি ৩৪ লাখ ১১ হাজার টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট, সোমবার ৫০৫ কোটি ৪৫ লাখ ১৮ হাজার, মঙ্গলবার ৬২৬ কোটি ৬৫ লাখ ১৫ হাজার, বুধবার ৫৩৭ কোটি ৪৫ লাখ ৭৯ হাজার এবং বৃহস্পতিবার লেনদেন হয়েছে ৪২০ কোটি ৮১ লাখ ২০ হাজার টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।

গত সপ্তাহে ডিএসইতে লেনদেন হয়েছে ২ হাজার ৫৫১ কোটি ৭১ লাখ ৫৪ হাজার ৭০০ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।

আগের সপ্তাহে ডিএসইতে লেনদেন হয়েছে ১ হাজার ৮৯৮ কোটি ৭৭ লাখ ৬০ হাজার ৬৯২ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।

গত সপ্তাহে ডিএসইতে দৈনিক গড় লেনদেন বেড়েছে ৩৪.৩৯ শতাংশ বা ১৩০ কোটি ৫৮ লাখ ৭৮ হাজার ৮০২ টাকা।

গত সপ্তাহের প্রতি কার্যদিবস ডিএসইতে গড় লেনদেন হয়েছে ৫১০ কোটি ৩৪ লাখ ৩০ হাজার ৯৪০ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।

আগের সপ্তাহের প্রতি কার্যদিবস ডিএসইতে গড় লেনদেন হয়েছিল ৩৭৯ কোটি ৭৫ লাখ ৫২ হাজার ১৩৮ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।

সপ্তাহজুড়ে লেনদেন হওয়া ৩০৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৫৭টির, কমেছে ২৩১টির, দর অপরিবর্তিত রয়েছে ১৩টির এবং লেনদেন হয়নি ৩টি কোম্পানির।

গত সপ্তাহে ডিএসই’র বাজার মূলধন বেড়েছে ০.৯৬ শতাংশ বা ২ হাজার ৭৮৮ কোটি ৬৬ লাখ ৮৬ হাজার ৪৮৪ টাকা।

সপ্তাহের প্রথম কার্যদিবস বাজার মূলধন ছিল ২ লাখ ৯১ হাজার ৩৭৩ কোটি ৮৭ লাখ ১৯ হাজার ৪৩ টাকা এবং সপ্তাহের শেষ কার্যদিবস বাজার মূলধন ছিল ২ লাখ ৯৪ হাজার ১৬২ কোটি ৫৪ লাখ ৫ হাজার ৫২৭ টাকা।

গত সপ্তাহে ডিএসইতে ‘এ’ ক্যাটাগরির শেয়ার লেনদেন হয়েছে ৮৬.৪২ শতাংশ, ‘বি’ ক্যাটাগরির ১.৬৯ শতাংশ, ‘এন’ ক্যাটাগরির ২.৭২ শতাংশ এবং ‘জেড’ ক্যাটাগরির ৯.১৮ শতাংশ।

তবে সপ্তাহশেষে অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সাধারণ মূল্য সূচক ০.৩৬ শতাংশ বা ৪৩ পয়েন্ট বেড়েছে। সপ্তাহজুড়ে সিএসইতে লেনদেন হওয়া ২৫২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৫০টির, কমেছে ১৯৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৮টি

শেয়ার করুন

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

Sat Sun Mon Tue Wed Thu Fri
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  

প্রধান সম্পাদক : সাঈদুর রহমান রিমন
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

সার্বিক যোগাযোগ : চৌধুরী মল (৫ম তলা), ৪৩ হাটখোলা রোড, ঢাকা-১২০৩॥

গাজীপুর অফিস : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০॥

হটলাইন: ০১৭৫৭৫৫১১৪৪ ॥ সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫