বাংলাভূমি২৪ ডেস্ক ॥ পহেলা বৈশাখ বাঙালি জাতির জাতীয় উৎসব। এ দিন সকাল থেকেই উৎসবের সূচনা হিসেবে রাজধানীর রমনা বটমূলে ভীড় করেন নগরবাসী। আর এ সুযোগ কাজে লাগিয়ে কেউ যেন কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা না ঘটাতে পারে সে ব্যাপারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে বলে নগরবাসীকে আশ্বাস প্রদান করেছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
রোববার সকালে রাজধানীর রমনা বটমূলের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করতে এসে সাংবাদিকদের তিনি এসব কথা জানান।
এ সময় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘পহেলা বৈশাখে নগরবাসী নির্ভয়ে রমনা বটমূলে আসতে পারেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও ঢাকা মহানগর পুলিশের পক্ষ থেকে ঢাকাবাসীর নিরাপত্তায় সব ব্যবস্থা নেয়া হয়েছে।’
মন্ত্রী বলেন, ‘বাঙ্গালির প্রাণের উৎসব পহেলা বৈশাখকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা বাহিনীর সর্বোচ্চ নিরাপত্তা নেয়া হয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে নেয়া হয়ে পহেলা বৈশাখ উদযাপনে নগরবাসীর জন্য এ বাড়তি নিরাপত্তা।’
জঙ্গি হামলার কোনো আশঙ্কা আছে কি না সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘এখন পর্যন্ত আমাদের কাছে এ ধরনের কোনো তথ্য নেই। তবে জঙ্গি বা কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড হবে না এ বিষয়ে আশ্বস্ত করতে পারি নগরবাসীকে।’
মন্ত্রী আরো বলেন, ‘নগরবাসী এখানে আসবে আনন্দ-উৎসব করতে পরিবার পরিজন নিয়ে। আর তাই নগরীর বাসিন্দাদের নিরাপত্তাই সর্বোচ্চ অগ্রাধিকার দেয়া হয়েছে। প্রতিবারের মত এবারও শন্তিপূর্ণভাবে পহেলা বৈশাখ উদযাপন করতে পারবে সবাই। যেকোনো ধরনের পরিস্থিতি সামাল দিতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা প্রস্তুত রয়েছে।’
মন্ত্রী জানান, নিরাপত্তায় নিয়োজিত রয়েছে পুলিশের বিশেষ শাখা সোয়াট, র্যাপিড় অ্যাকশন ব্যাটেলিয়ান (র্যাব), ঢাকা মেট্রোপলিটন পুলিশ, মহানগর গোয়েন্দা পুলিশসহ (ডিবি) বিপুল পরিমানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য।
এছাড়াও শুধু রমনা এলাকায় নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত রয়েছে পুলিশের বিশেষ শাখা সোয়াতের এক শতাধিক সদস্য। ঢাকা বিশ্ববিদ্যালয় ও রমনা বটমূল এলাকায় ঢাকা মহানগর পুলিশের প্রায় ৫ হাজারের অধিক সদস্য এবং হাতিরঝিল, ঢাকা বিশ্ববিদ্যালয় ও রমনা এলাকায় র্যাবের ৭০০ সদস্য থাকবে বলেও জানান মন্ত্রী।
এছাড়াও রয়েছে, নৌবাহিনীর ডুবুরী দল, ফায়ার সার্ভিসের সদস্য, ডিবি পুলিশ, সিআইডি, এসবি, এআইডি, এনএসআইসহ সাদা পোশাকে র্যাব, পুলিশের বিপুল পরিমাণ সদস্য।
এ সময় মন্ত্রীর সঙ্গে আরো উপস্থিত ছিলেন, পুলিশের মহা পরিদর্শক হাসান মাহমুদ খন্দকার, ঢাকা মহানগর পুলিশের কমিশনার বেনজির আহমেদ, র্যাবি ৩ এর পরিচালক ফখরুল ইসলামসহ ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের পুলিশের উপ কমিশনারা। বাংলামেইল২৪ডটকম