স্টাফ রিপোর্টার ॥ বিএনপি’র প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমান এবং বিএনপি’র সিনিয়র ভাইস প্রেসিডেন্ট তারেক রহমানকে নিয়ে কটূক্তি করায় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের কুশপত্তলিকা দাহ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল। এ সময় তারা বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ করে।
রোববার সকাল পৌনে ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন মোড়ে কর্মসূচি পালন করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল পৌনে ৯টার দিকে কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি আবু সাইদ এবং যুগ্ম-সাধারণ সম্পাদক ফেরদৌস আহম্মেদ মুন্নার নেতৃত্বে ক্যাম্পাসে মিছিল বের করা হয়।
মিছিলটি বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশ থেকে শুরু হয়ে গ্রন্থগার ঘুরে কেন্দ্রীয় মসজিদ মোড়ে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। সমাবেশ শেষে তোফায়েল আহমেদ এবং ছাত্রলীগের সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলমের কুশপুত্তলিকা পোড়ানো হয়।
মিছিলে অন্যান্যের মধ্যে কেন্দ্রীয় ছাত্রদলের সমাজসেবা বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান আসাদ, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক কাজী মোকতার হোসেন, সহ-পাঠাগার বিষয়ক সম্পাদক সুলতান জুয়েল প্রমুখ উপস্থিত ছিলেন ।
ছাত্রদলের কেন্দ্রীয় প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক কাজী মোকতার হোসেন শীর্ষ নিউজকে বলেন, জিয়াউর রহমান এবং তারেক জিয়াকে নিয়ে কটূক্তির প্রতিবাদে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়েছে।