বিশ্বযুদ্ধের কিকঅফের প্রহর গুনছে ব্রাজিল

বাংলাভূমি২৪ ডেস্ক ॥
অপেক্ষার প্রহর গুনছে পৃথিবী৷ প্রহর গুনছে ব্রাজিল৷ ফুটবলের বিশ্বযুদ্ধ শুরুর প্রহর ফুরনোর অপেক্ষা৷
কোপাকাবানা থেকে সুগারলোফ, করকোভাডো৷ সমুদ্র সৈকত
থেকে নৈশ পার্টি৷ সাম্বার দেশে সবুজ-হলুদের রঙমিলান্তি৷
১৯৫০ সালের পর এই নিয়ে দ্বিতীয়বার ফুটবলের স্বর্গে বিশ্বকাপের আসর৷ টানা একমাস সবুজ গালিচায় ড্রিবলিং, ট্যাকল আর গোল৷
প্রথম ম্যাচে মুখোমুখি হচ্ছে ব্রাজিল ও ক্রোয়েশিয়া৷ সাও পাওলোয় ভিড় জমিয়েছেন সমর্থকরা৷ কে কাকে টেক্কা দেবে? নেইমারের চোট, ষষ্ঠবারের জন্য কি বিশ্ব চ্যাম্পিয়ন হতে পারবে স্কোলারির ছেলেরা? না কি বাজিমাত করবে মেসিদের আর্জেন্তিনা? না কি মহানায়ক হয়ে উঠবেন রোনাল্ডো৷
খেলা শুরুর আগেই অলিতে গলিতে জল্পনা৷
মাঠ পেরিয়ে মাঠের বাইরেও উন্মাদনা তুঙ্গে৷
এরই মাঝে রাত জেগে প্রিয় দলের জন্য গলা ফাটাতে করতে প্রস্তুত কলকাতাও৷
বিতর্ক, বিক্ষোভকে দূরে ঠেলে প্রস্তুত, নেইমারদের দেশ৷
সাম্বার দেশের হৃতপিণ্ডে এখন গতির নেশা৷ শ্বাস-প্রশ্বাসে শুধুই ফুটবল৷ আবেগ, উত্তেজনা, উদ্দীপনার কার্নিভাল৷ একটাই মন্ত্র ডঊ অজঊ ঙঘঊ৷
এদিকে, বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে জেনিফার লোপেজ গাইবেন বলেই জানা গেছে৷ এর আগে খবর ছড়িয়েছিল যে, ওই অনুষ্ঠানে যোগ দিতে পারবেন না লোপেজ৷ কিন্তু এই খবরকে খারিজ করে দিয়েছেন লোপেজের প্রতিনিধি৷ তিনি জানিয়েছেন, এই অনুষ্ঠানে পারফর্ম করার জন্য মুখিয়ে রয়েছেন লোপেজ৷ উদ্বোধনী অনুষ্ঠানের শেষে পিটবুল ও ক্লডিয়া লেইটির সঙ্গে টুর্নামেন্টের অ্যান্থেম ‘উই আর ওয়ান” গাইবেনলোপেজ৷

শেয়ার করুন

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

প্রধান সম্পাদক : সাঈদুর রহমান রিমন
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

সার্বিক যোগাযোগ : চৌধুরী মল (৫ম তলা), ৪৩ হাটখোলা রোড, ঢাকা-১২০৩॥

গাজীপুর অফিস : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০॥

হটলাইন: ০১৭৫৭৫৫১১৪৪ ॥ সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫