বাংলাভূমি ডেস্ক ॥
পুড়ছে সারাদেশ। সবচেয়ে বেশি ভুগছেন দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বাসিন্দারা। গত ৩ দিন ধরে সর্বোচ্চ তাপমাত্রা রকর্ড করা হয়েছে যশোরে। আবহাওয়াবিদরা বলছেন, চলতি মাসের শেষ পর্যন্ত চলতে পারে এই তাপদাহ।
জ্যৈষ্ঠের তীব্র রোদে শরীর পুড়ছে আগুনের আঁচে। গরমে নাজেহাল সাধারণ মানুষ। দু’এক দিনে তাপমাত্রা কমারও লক্ষণ নেই।
গত তিন ধরে যশোরে বেড়েই চলছে তাপমাত্রা। মঙ্গলবার দুপুরে তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। বিশেষ কোন কাজ না থাকলে বাসা থেকে কেউ বের হচ্ছে না।
একই অবস্থা খুলনা, সাতক্ষীরা, চুয়াডাঙ্গা, বাগেরহাট ও নড়াইলে। এসব জায়গা তাপমাত্রা ওঠানামা করছে ৩৭ থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। আবহাওয়া বিভাগ বলছে, ২৮ মে পর্যন্ত চলতে পারে এই অবস্থা।
সুস্থ থাকতে পর্যাপ্ত পানি পানের পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। কেউ হিট স্ট্রোকে আক্রান্ত হলে দ্রুত হাসপাতালে নেয়ার পরামর্শ তাদের।
এদিকে উত্তরের জেলাগুলোতেও তাপপ্রবাহ চলছে। রাজশাহীতে মঙ্গলবার দুপুরে তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। প্রখর রোদে সবচেয়ে বেশি দুরাবস্থা চাষি ও দিনমজুরদের। ইনডিপেন্ডেন্ট টিভি