
প্রেমে পড়েছেন ডিক্যাপ্রিও-রিয়ান্না
বিনোদন ডেস্ক ॥ হলিউডের হার্টথ্রব অভিনেতা লিওনার্ডো ডিক্যাপ্রিও এবং বারবাডোজের গায়িকা রিয়ান্না একে অপরের প্রতি ঝুঁকেছেন। সম্প্রতি যুক্তরাষ্ট্রের লসঅ্যাঞ্জেলেসে এক পার্টিতে তাদেরকে অন্তরঙ্গ হতে দেখা গেছে। ডিজাইনার নিকি আরউইনের ৩০তম জন্মদিনের অনুষ্ঠান আয়োজন করা হয়েছিলো প্লেবয় ম্যানসনে। সেখানেই এক পক্ষের কাছে দু’জন ঘনিষ্ঠ অবস্থায় ধরা পড়েন। যদিও অন্য পক্ষ দাবি করেন, তারা শুধু আড্ডা দিচ্ছিলেন।…