
বছর শেষে সালমানের বিয়ে!
বিনোদন ডেস্ক ॥ আপনি কবে বিয়ে করবেন? এমন প্রশ্ন সবসময় এড়িয়ে চলেন সালমান খান। গত বছর ডিসেম্বরে পঞ্চশের কোটায় পা দিয়েছেন বলিউডে সবচেয়ে কাঙ্খিত ব্যাচেলর সালমান। শোনা যাচ্ছে, চলতি বছরের শেষেই না-কি ব্যাচেলরহুডকে বিদায় জানাবেন তিনি। মিস মালিনি ও মুম্বাই মিরোর তেমনটাই আভাস দিয়েছে সিঙ্গেল সুপারস্টার (সালমান) ও তার বিদেশী প্রেমিকাকে (ইউলিয়া ভানটুর) নিয়ে। এ…