
শিক্ষায় মাল্টিমিডিয়া ক্লাসরুমের প্রায়োগিক সমস্যা ও সমাধান
মোঃ নাজমুল হাসান ॥ আমি আনন্দিত হয়েছিলাম যখন জানতে পারলাম আমাদের সকল শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাসরুমগুলো মাল্টিমিডিয়া হবে, কারণ আমরা যখন লেখা-পড়া করতাম তখন আমাদের শ্রেণিকক্ষে যে বোর্ডটিতে লিখা হত তা ছিল কালো, এবং যা দিয়ে লিখা হত তা ছিল সাদা, দিনবদলের আধুনিকতার ছোঁয়ায় শিক্ষাউপকরণ হিসাবে যুক্ত হলো ব্ল্যাক বোর্ড ও চকের জায়গায় হোয়াইট বোড ও…