
আমার এ ক্ষুদ্র জীবন আপনাদের তরে উৎসর্গ করলাম : পথসভায় সবুজ
আবুবকর সিদ্দিক শ্রীপুর ব্যুরো ॥ গাজীপুর: আমি ভালবাসার কাঙাল, আপনাদের ভালবাসায় আজ আমি ইকবাল হোসেন সবুজ। জানি না আপনাদের ভালবাসার প্রতিদান কিভাবে দিব। আমার এ ক্ষুদ্র জীবন আপনাদের তরে উৎসর্গ করলাম। এমনই অকপটে মনের গহীনের কথাগুলো ভরা গলায় বললেন, জননেতা মুহাম্মদ ইকবাল হোসেন সবুজ। বৃহস্পতিবার সারাদিন শ্রীপুর পৌর সভা ও এর আসপাশের এলাকার পথসভায়। প্রতিটি…