
মামলা চলমান অবস্থায় জমি দখলের চেষ্ঠার অভিযোগ!
স্টাফ রিপোর্টার ॥গাজীপুরের জয়দেবপুর থানাধীন মনিপুর এলাকার বোকরান মনিপুর মৌজাস্থ আর এস- ২০৬ খতিয়ানভূক্ত, আর এস- ৭৮৫নং দাগের কাতে ২২.৫০ শতাংশ জমি নিয়ে মামলা বিচারাধীন অবস্থায় মো: শাজাহান বিন আলম (৫৫) ও সিতারা মমতাজ (৫০) এর বিরুদ্ধে মামলা চলমান অবস্থায় অবৈধভাবে জমি জবর দখলের চেষ্ঠার অভিযোগ এনেছেন মহসিন (৪৩) নামে একব্যক্তি। অবৈধভাবে জমি জবর ঠেকাতে…