সোমবার , ২৯শে এপ্রিল, ২০২৪ , ১৬ই বৈশাখ, ১৪৩১ , ১৯শে শাওয়াল, ১৪৪৫

হোম > Uncategorized > এ অশ্রু বিজয়ের…

এ অশ্রু বিজয়ের…

শেয়ার করুন

স্পোর্টস ডেস্ক ॥

ঢাকা : এ অশ্রু আনন্দের, এ অশ্রু বিজয়ের। পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের এশিয়া কাপের ফাইনাল নিশ্চিত হওয়ার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার চোখ বেয়ে ঝরেছে আনন্দাশ্রু।

স্বাধীনতার মাস অগ্নিঝরা মার্চের দ্বিতীয় দিনে পাকিস্তানের বিপক্ষে এই জয় ক্রিকেটপাগল বাঙালির চোখে জল এনে দিয়েছিল। আনন্দে অশ্রু সংবরণ করতে পারেননি প্রধানমন্ত্রী শেখ হাসিনাও।

বুধবার সন্ধ্যায় শুরু হওয়া ম্যাচ দেখতে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে গিয়েছিলেন প্রধানমন্ত্রী। ছোট বোন শেখ রেহানার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ও তার স্ত্রী পেপ্পি সিদ্দিককে নিয়ে ভিভিআইপি লাউঞ্জে বসে খেলা দেখেন তিনি।

দুর্দান্ত খেলে ৫ উইকেটে পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশ এশিয়া কাপের ফাইনালে ওঠায় উচ্ছ্বাসের একপর্যায়ে প্রধানমন্ত্রী কন্যা সায়মা ওয়াজেদ পুতুলকে জড়িয়ে ধরে কেঁদে ফেলেন এবং পতাকা নেড়ে অভিনন্দন জানান।

বাংলাদেশের ক্রিকেটাররা পাকিস্তানের দেয়া ১৩০ রানের লক্ষ্য টপকে যাওয়ার পর পুরো স্টেডিয়ামের সঙ্গে আনন্দে মেতে ওঠেন শেখ হাসিনা। ভিভিআইপি লাউঞ্জ থেকেই মাঠে উপস্থিতদের উদ্দেশে হাত নাড়েন তিনি। এরপর জাতীয় পতাকাও ওড়ান।

এক পর্যায়ে নিজের আবেগ ধরে রাখতে পারেননি শেখ হাসিনা। আনন্দ অশ্রু গড়িয়ে পড়তে থাকে তার দুচোখ বেয়ে। চশমা খুলে চোখ মুছতেও দেখা যায় তাকে।

টসে জিতে আগে ব্যাট করতে নেমে পাকিস্তান করেছিল ৭ উইকেটে ১২৯ রান। জবাবে বাংলাদেশ ৫ উইকেটে ৫ বল হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছে যায়। শেষ ওভারে দরকার ছিল ৩ রান। মাহমুদুল্লাহ ৪ হাঁকিয়ে ফাইনালে ওঠার উৎসবে মাতান পুরো দলকে।

এ নিয়ে দ্বিতীয়বারের মতো এশিয়া কাপের ফাইনালে উঠল বাংলাদেশ। সেই সঙ্গে বিদায়ঘণ্টা বেজেছ পাকিস্তান ও শ্রীলঙ্কার। লিগ পদ্ধতির বাকি ম্যাচগুলো এখন শুধুই নিয়মরক্ষার। আগামী ৬ মার্চ ভারতের বিরুদ্ধে শিরোপা লড়াইয়ে মাঠে নামবে টাইগাররা।