বুধবার , ১৫ই মে, ২০২৪ , ১লা জ্যৈষ্ঠ, ১৪৩১ , ৬ই জিলকদ, ১৪৪৫

হোম > গ্যালারীর খবর > ঝিনাইদহে ৫ পেট্রোল বোমাসহ জামায়াত নেতা আটক

ঝিনাইদহে ৫ পেট্রোল বোমাসহ জামায়াত নেতা আটক

শেয়ার করুন

বাংলাভূমি২৪ ডেস্ক ॥

বেনাপোল (যশোর): যশোর জেলা জামায়াতের সাবেক আমির ও বর্তমানে কেন্দ্রীয় নেতা মাওলানা আজিজুর রহমানকে ৫টি পেট্রোল বোমাসহ ঝিনাইদহ থেকে আটক করা হয়েছে।

এ সময় ঝিনাইদহ পৌরসভার ১নং ওয়ার্ড জামায়াতের আমির মোয়াজ্জেম হোসেনকেও আটক করা হয়।

মঙ্গলবার (০৮ সেপ্টম্বর) বেলা ১১টার দিকে ঝিনাইদহ পৌরসভার ১নং ওয়ার্ড জামায়াতের আমির মোয়াজ্জেম হোসেনের বাড়ি থেকে তাদের আটক করা হয়।

মাওলানা আজিজুর রহমান যশোরের শার্শা উপজেলার বাঁগআচড়া গ্রামের মৃত ইদ্রিস আলী ছেলে।

পুলিশ জানায়, নাশকতার উদ্দেশে ঝিনাইদহে জামায়াতের গোপন বৈঠকের খবরে অভিযান চালানো হয়। পরে সেখান থেকে দুই নেতাকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৫টি পেট্রোল বোমা উদ্ধার করা হয়।

মাওলানা আজিজুর রহমানের নামে অস্ত্র ও বিস্ফোরক আইনে যশোর ও শার্শা থানায় একাধিক মামলা রয়েছে বলে জানায় পুলিশ।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান হাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে। জিজ্ঞাসাবাদ শেষে তাদের আদালতে সোপর্দ করা হবে।