রবিবার , ১৯শে মে, ২০২৪ , ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ , ১০ই জিলকদ, ১৪৪৫

হোম > শিক্ষাঙ্গন > টঙ্গীতে হাজী সাইদ ল্যাবরেটরি স্কুলে দিনব্যাপী পিঠাপুলির মেলা

টঙ্গীতে হাজী সাইদ ল্যাবরেটরি স্কুলে দিনব্যাপী পিঠাপুলির মেলা

শেয়ার করুন

স্টাফ রিপোর্টার:
গাজীপুর: টঙ্গীর স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান হাজী সাইদ ল্যাবরেটরি স্কলে দিনব্যাপী পিঠাপুলির মেলা অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিদ্যালয় প্রাঙ্গনে লোকজ বাংলার ঐতিহ্যবাহী এ পিঠাপুলির মেলা অনুষ্ঠিত হয়। পিঠা মেলার উদ্বোধন করেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও টঙ্গী প্রেসক্লাবের সাবেক সভাপতি সৈয়দ আতিক।
ছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক সোসাইটির মহাসচিব নাসির উদ্দিন বুলবুল, টঙ্গী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহাবুব চৌধুরী, আলহাজ্ব ইউসুফ পাঠান, মোক্তার হোসেন সোহেল, আব্দুস সালাম, রোকসানা আতিক, সেনসি আব্দুল্লাহ আল মামুন ও সৈয়দ জাকির হোসেন।
শিক্ষার্থী ও এলাকাবাসী বিপুল উৎসাহ উদ্দীপনা এ পিঠা উৎসব উপভোগ করেন এবং হাজার হাজার দর্শনার্থীদের উপস্থিতিতে বিদ্যালয় প্রাঙ্গন মুখরিত হয়ে উঠে।
দিনব্যাপী এ পিঠাপুলির মেলায় ১২০ রকমের বাহারি পিঠাপুলি বিক্রয় ও প্রদর্শিত হয়েছে। পরে বিজয়ী পিঠা তৈরী শিল্পীদের মাঝ পুরস্কার প্রদান করা হয়।