সোমবার , ১৩ই মে, ২০২৪ , ৩০শে বৈশাখ, ১৪৩১ , ৪ঠা জিলকদ, ১৪৪৫

হোম > গ্যালারীর খবর > যুক্তরাষ্ট্র আ. লীগের দুই নেতার বিরুদ্ধে ব্যবস্থা

যুক্তরাষ্ট্র আ. লীগের দুই নেতার বিরুদ্ধে ব্যবস্থা

শেয়ার করুন

নিউ ইয়র্ক প্রতিনিধি ॥ বুধবার যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি সিদ্দিকুর রহমান এবং সেক্রেটারি সাজ্জাদুর রহমান সাজ্জাদ স্বারিত চিঠিতে তাদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেয়ার কথা জানিয়ে দেয়া হয়।

ডা. মাসুদুলের বিরুদ্ধে অভিযোগ মুক্তিযোদ্ধা না হয়েও তিনি মিথ্যা পরিচয়ে যুক্তরাষ্ট্র মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার হয়েছিলেন।

চিঠিতে বলা হয়েছে, বাংলাদেশে এমবিবিএস পাশ করা মাসুদুল যুক্তরাষ্ট্রে চিকিৎসা বিজ্ঞানের পড়া শেষ না করেই দীর্ঘদিন ধরে নিজেকে আমেরিকান ডাক্তার হিসেবে পরিচয় দিয়ে প্রতারণা করছেন।

“আওয়ামী লীগের লেবাস লাগিয়ে মূলত জামাত-শিবিরের স্বার্থেই কর্মকাণ্ড চালাচ্ছেন মাসুদুল হাসান,” বলা হয় চিঠিতে।

প্রচার সম্পাদক এনামের বিরুদ্ধে অভিযোগে বলা হয়েছে, নামে-বেনামে একাধিক ভুয়া সংগঠনের আত্মপ্রকাশ ঘটিয়ে  তিনি জনগণের কাছে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগকে হেয় করে দলের নিয়ম-শৃঙ্খলা ভঙ্গ করেছেন।

সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে  দলের সব  দায়িত্ব থেকে তাকে কেন অব্যাহতি দেয়া হবে না তা জনতে চাওয়া হয়েছে এনামের কাছে।

এজন্য তিন সপ্তাহ সময় দেয়া হয়েছে এনামকে।

এর আগে সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের দায়ে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কণিষ্ঠতম সদস্য জসীমউদ্দিন খান মিঠুকে দল বহিষ্কার করা হয়।