রবিবার , ১২ই মে, ২০২৪ , ২৯শে বৈশাখ, ১৪৩১ , ৩রা জিলকদ, ১৪৪৫

হোম > গ্যালারীর খবর > হঠাৎ বেড়েছে গরম

হঠাৎ বেড়েছে গরম

শেয়ার করুন

স্টাফ রিপোর্টার ॥

রাজধানীতে হঠাৎ করেই গরম পড়েছে। কয়েক দিন যাবত বৃষ্টিস্নাত আবহাওয়া থাকলেও হঠাৎ করে দু’দিন ধরে গরম আবহাওয়া বিরাজ করছে। ফলে দুর্ভোগ বেড়েছে মানুষের। বিশেষ করে নিম্ন আয়ের মানুষের কষ্টের যেন শেষ নেই।

গরমের সঙ্গে বেড়েছে লোডশেডিং। বুধবার সকাল থেকে দিবাগত রাত পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় কয়েকবার লোডশেডিং এর খবর পাওয়া গেছে। রাস্তাঘাটে বের হলেই মানুষ ঘেমে অস্থির হচ্ছেন। গরমে বিক্রি বেড়েছে আখ ও লেবুসহ বিভিন্ন পানীয় শরবত।

আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ রুহুল কুদ্দুস বলেন, বাতাসে আদ্রতার পরিমাণ বেশি হওয়ায় গরম একটু বেশি অনুভূত হচ্ছে।

তিনি জানান, আজ (বৃহস্পতিবার) বিকেলেই হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তাছাড়া আগামী দুই/তিন দিনও হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানান।

বৃহস্পতিবার ঢাকা বিভাগের টাঙ্গাইলে সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। ওই দিন ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াম। আজ ঢাকায় তাপমাত্রা ৩৪ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।