স্টাফ রিপোর্টার ॥ প্রধানমন্ত্রীর নির্দেশনা ও আন্তঃমন্ত্রণালয় কমিটির সুপারিশ অনুযায়ী বিতর্কিত গেজেট সংশোধন এবং ছাত্র-ছাত্রীদের বৃত্তি ও প্রশিণ ভাতা বৃদ্ধির দুই দফা দাবি আদায়ে দেশের পলিটেকনিক ইনস্টিটিউটে চলমান আন্দোলন ১৫ দিনের জন্য স্থগিত ঘোষণা করেছে বাংলাদেশ কারিগরি ছাত্র পরিষদ (বাকাছাপ)।
সোমবার বিকেলে শিক্ষা সচিব ড. কামাল আবদুল নাসের চৌধুরীর সঙ্গে এক বৈঠক শেষে বাকাছাপ-এর আহ্বায়ক জাকির হোসেন সাগর এ তথ্য জানিয়েছেন।
জাকির হোসেন সাগর জানান, বৈঠকে শিক্ষা সচিব শিক্ষার্থীদের দাবি দাওয়া মেনে নেওয়ার আশ্বাস দিলে ১৫ দিনের জন্য চলমান আন্দোল স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমাদের প্রায় ৩৫০ জন ছাত্র আটক আছে অবিলম্বে তাদের মুক্তি দেওয়ার দাবিও জানানো হয়েছে। ৩ দিনের মধ্যে আমরা নির্ধারিত সব পরীক্ষায় অংশগ্রহণ করছি।
উল্লেখ্য, প্রধানমন্ত্রীর নির্দেশনা ও আন্তঃমন্ত্রণালয় কমিটির সুপারিশ অনুযায়ী বিতর্কিত গেজেট সংশোধন এবং ছাত্র-ছাত্রীদের বৃত্তি ও প্রশিক্ষণ ভাতা বৃদ্ধি এই দুই দফা দাবি আদায়ে দেশের পলিটেকনিক ইনস্টিটিউটে দুদিন ধরে আন্দোলন অব্যাহতভাবে ছলছিলো।