জেলা প্রতিনিধি, ময়মনসিংহ ॥ নবগঠিত তারাকান্দা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রয়াত আওয়ামী লীগ নেতা শামসুল হকের ছেলে শরীফ আহমেদ ১৭ হাজার ৩৩৯ ভোটের ব্যবধানে বিজীয় হয়েছেন।
বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে রিটানিং অফিসার তাকে বেসরকারিভারে নির্বাচিত ঘোষণা করেন।
নির্বাচনে মোট ৭২টি কেন্দ্রের ফলাফলে শরীফ আহমেদ (ঘোড়া) পেয়েছেন ৬৬ হাজার ৯৪৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী বিএনপি সমর্থিত মোতাহার হোসেন তালুকদার (হেলিকপ্টার) পেয়েছেন ৪৯ হাজার ৬০৯ ভোট।
এছাড়া ভাইস চেয়ারম্যান পদে মুক্তিযোদ্ধা শেখ আলা উদ্দিন (চশমা) ৫৪ হাজার ৯০২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইসলামী ঐক্যজোটের খাইরুল ইসলাম মণ্ডল (উড়োজাহাজ) পেয়েছেন ৪০ হাজার ১৪১ ভোট।
আর মহিলা ভাইস চেয়ারম্যান পদে বিএনপি সমর্থিত নিলুফার ইয়াছমিন মনি (হাঁস) ৫০ হাজার ৭২৯ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ সমর্থিত সালমা আক্তার খাতুন (পদ্মফুল) পেয়েছেন ৪৭ হাজার ৯১০ ভোট।