বাংলাভূমি২৪ ডেস্ক ॥ চীন-ভারত সীমান্তের লাদাখ অঞ্চলের নিউমাতে বিমান ঘাঁটি তৈরির সিদ্ধান্ত নিয়েছে ভারতের বিমান বাহিনী (আইএএফ)। এছাড়া, চীন সীমান্ত সংলগ্ন অঞ্চলগুলোতে ভারতীয় সামরিক স্থাপনা নির্মাণ এবং জোরদার করার আওতায় এ পরিকল্পনা নেয়া হয়েছে।
একইসঙ্গে দেশের উত্তর-পূর্বাঞ্চলে অবস্থিত ভারতীয় সাতটি বিমান ঘাঁটিকে সার্বক্ষণিক ব্যবহারের উপযোগী করে তোলার পরিকল্পনাও গ্রহণ করা হয়েছে। ভারতের বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল নরম্যান অনিল কুমার ব্রাউন এসব কথা জানিয়েছেন।
ছোট আকারের সামরিক পরিবহণ বিমান অবতরণের লক্ষ্যকে সামনে রেখে সমূদ্রপৃষ্ঠ থেকে ১৩ হাজার ফুট উচুঁতে অবস্থিত নিউমা বিমান ঘাঁটি ২০১০ সালে চালু করা হয়। এ বিমান ঘাঁটিকে উন্নয়নের প্রস্তাব এরই মধ্যে ভারতের অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে এবং আগামী মাসে তা মন্ত্রিসভায় পাঠানো হতে পারে।
এ প্রস্তাবে বলা হয়েছে প্রায় দুই হাজার ১৭৩ কোটি রুপি ব্যয়ে নিউমার বিমান ঘাঁটির উন্নয়ন কাজ আগামী চার থেকে পাঁচ বছরের শেষ করা যাবে। নিউমা বিমান ঘাঁটির উন্নয়ন পর্ব শেষ হলে হেলিকপ্টার থেকে শুরু করে জঙ্গি বিমান পর্যন্ত সব ধরনের বিমান এখানে মোতায়েন করা যাবে এবং এখান থেকে অভিযান চালাতে পারবে।