স্পোর্টস ডেস্ক ॥ অস্ট্রেলিয়ান ওপেনে বেশিদূর এগুতে পারেননি রাশিয়ান টেনিস তারকা মারিয়া শারাপোভা। পারলেন না গেজ দ্য ফ্রান্স (জিডিএফ) ওপেনেও।প্যারিসের জিডিএফ ওপেনের শেষ চারেই থামতে হয়েছে টুর্নামেন্টটির শীর্ষ এই বাছাইকে। শারাপোভাকে প্রতিযোগিতা থেকে ছিটকে দিয়েছেন তারই স্বদেশী আনাসতাসিয়া।
শনিবারের সেমিফাইনালে মেয়েদের টেনিসের ২৬ নাম্বার তারকা আনাসতাসিয়ার বিপক্ষে একেবারে অসহায় হয়ে পড়েছিলেন শারাপোভা। প্রথম গেমে ৪-৬ ব্যবধানে লিড নিয়েও ভেঙে পড়েন মারিয়া। শেষ পর্যন্ত স্টাডিও কুর্বাতিনে ৪-৬, ৬-৩ ও ও ৬-৪ গেমে হার মানেন ২০১২ সালের ফ্রেন্স ওপেন চ্যাম্পিয়ন। আর ম্যাচ জিতে ফাইনাল নিশ্চিত করেন আনাসতাসিয়া। ফাইনালে তার প্রতিপক্ষ ইতালিয়ান র্যাকেটম্যান সারা ইরানি।
হারের পর শারাপোভা বলেন, আমি নিজের খেলাটা খেলতে পারিনি। ফলে সে তার হারানো আত্মবিশ্বাসটা পুনরুদ্ধার করতে পেরেছিল। হারের মাধ্যমে যার মাশুল গুণতে হলো আমাকে। তবে আনাসতাসিয়াকে তার প্রাপ্য কৃতিত্ব দিতেই হবে। সে অবশ্যই ভালো খেলেছে।