৮ এপ্রিল: খুলনার পাইকগাছার শালুয়া গ্রামে সোমবার ভোর রাতে সাত বছরের সন্তান ও স্ত্রীকে জবাই করে হত্যা করেছে দীপংকর দাস নামের এক ব্যক্তি। এরপর ওই পাষন্ড নিজেও কীটনাশক খেয়ে আত্মহত্যার চেষ্টা চালায়।
নিহতরা হলেন- স্ত্রী অনিমা দাস (৪৮) ও সন্তান সজীব দাস (৭)। দীপংকর দাসকে (৫৪) স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসার জন্য ভর্তি করায়।
পাইকগাছা থানার ওসি কাজী কামাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিত্য অভাব ও অর্থনৈতিক দূরবস্থায় পড়ে হতাশা থেকে দীপংকর তার স্ত্রী ও ছেলেকে হত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
ওসি আরো জানান, রাতে দীপংকর ধারালো অস্ত্র দিয়ে তার শিশু-সন্তান ও স্ত্রীকে জবাই করে হত্যা করে। পরে নিজেও কীটনাশক পান করে উঠানে পড়ে ছিলেন। ভোরের দিকে প্রতিবেশীরা তাকে অসুস্থ মনে করে এগিয়ে আসে এবং পরে সেখানে রক্তের দাগ দেখে পুলিশে খবর দেয়।
পুলিশের হেফাজতে দিপংকরের চিকিৎসা চলছে এবং তাকে গ্রেফতার দেখানো হয়েছে বলে জানান ওসি।