জেলা প্রতিনিধি॥্
জেলার ছাতকে মোটরসাইকেল খাদে পড়ে মাসুম (২২) ও জনি (২৩) নামে দুই বন্ধু নিহত ও সামেয় (২০) নামে আরও একজন আহত হয়েছেন।
শুক্রবার রাত সাড়ে ১১টায় উপজেলার নোয়ারাই ইউনিয়নের কাড়াইল গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মাসুম উপজেলার নোয়ারাই ইউনিয়নের কাড়াইল গ্রামের ও জনি বারকাহন গ্রামের বাবুল তালুকদারের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, বিকেলের দিকে মোটরসাইকেলে তিন বন্ধু মাসুম, জনি ও সায়েম ঘুরতে বের হন। রাত সাড়ে ১১টার দিকে তারা বাড়ি ফিরে আসছিলেন। এ সময় কাড়াইলের সড়কে আসলে তাদের মোটরসাইকেলের সামনে একটি কুকুরের সঙ্গে ধাক্কা লাগে। এতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের নিচে পড়ে গেলে ঘটনাস্থলেই জনি মারা যান।
আহত দুই জনকে সিলেট এমএজি ওসামানী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মাসুম মারা যান।
জেলা পুলিশ সুপার হারুণ-অর-রশিদ দুর্ঘটনার খবরটি নিশ্চিত করে জানান, নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।