বাংলাভূমি২৪ ডেস্ক ॥
গ্রামীণ ব্যাংকে পরিচালক পদে নির্বাচনে বর্তমান পদ্ধতি বহাল রাখার দাবি জানিয়েছেন এর পরিচালকরা।
ব্যাংকের পরিচালক তাহসিনা খাতুন স্বাক্ষরিত এক বিবৃতিতে এ দাবি জানানো হয়।
বর্তমান নির্বাচন পদ্ধতিকে ‘দীর্ঘকালের পরীক্ষিত’ দাবি করে বলা হয়, গ্রামীণ ব্যাংকের আড়াই হাজারের বেশি শাখা থেকে শাখা প্রতিনিধি, এরপর ধাপে ধাপে এরিয়া ও যোন প্রতিনিধি নির্বাচিত হয়ে থাকে। সবশেষে যোন প্রতিনিধিদের মধ্য থেকে ভোটের মাধ্যমে ৯ জনকে পরিচালক নির্বাচন করা হয়। তাতে নির্বাচনকে প্রভাবিত করার কোনো সুযোগ নেই।
তাহসিনা খাতুন বলেন, তিন দশক ধরে এই পদ্ধতিতেই পরিচালকরা নির্বাচিত হয়ে আসছেন, যাদের বিরুদ্ধে আজ পর্যন্ত কোনো অনিয়ম বা দুর্নীতির অভিযোগ কখনো ওঠেনি।
বর্তমান পরিচালকদের মেয়াদ শেষ হবার আগেই নতুন পরিচালনা পরিষদ গঠনে সরকারি উদ্যোগ ‘বিশেষ উদ্দেশ্যপ্রণোদিত’ বলে অভিযোগ করেন তিনি।
তিনি আরও বলেন, জাতীয় সংসদ বা উপজেলা নির্বাচনের মতো গ্রামীণ ব্যাংকের আড়াই হাজার শাখার ৮৪ লক্ষ সদস্যদের ভোটে একযোগে নির্বাচন করতে গেলে তা রাজনৈতিক রূপ পাবে। ব্যাংকের সদস্যদের মধ্যে কোন্দল, বিভক্তি ও হানাহানি তৈরি করবে।
সরকার নারী অধিকার ও নারীর ক্ষমতায়নের কথা বললেও দরিদ্র নারীদের মালিকানাধীন ও পরিচালিত একটি প্রতিষ্ঠানকে ধ্বংস করার চক্রান্ত করছে বলেও অভিযোগ করেন গ্রামীণ ব্যাংকের এ পরিচালক।