বিনোদন ডেস্ক ॥আবারো চালু হচ্ছে শ্যামলী সিনেমা হল। প্রায় ১৬ বছর আগে হলটি ভেঙ্গে ফেলা হয়েছিল। পরে সেখানে বারো তলার বাণিজ্যিক ভবন তৈরি করা হয়। শ্যামলী স্কয়ার নামে এ ভবনের নিচতলায় শ্যামলী সিনেমা হলটি চালুর উদ্যোগ নিয়েছে কর্তৃপক্ষ।
৩০৬ আসনের হলটিকে নতুন আঙ্গিকে সাজানো হয়েছে। সিনেমা হলটির চারপাশেই রাস্তা থাকাতে অনেকগুলো প্রবেশ দরজা করা হয়েছে। সিনেমার প্রতি ভালোবাসার কারণেই মূলত শ্যামলী হলের মালিক পক্ষ হলটি আবার চালু করেছে বলে হলের ম্যানেজার এভারেস্ট গ্রেগরী জানান।
তিনি বলেন,‘এখনতো সিনেমা ব্যবসা আর নেই। সবাই হল বন্ধ করে দিচ্ছে। কিন্তু সিনেমার প্রতি আমাদের ভালোবাসার জন্যই আমরা এখন ছোট করে হলেও আবার হলটি চালু করছি। আশা করছি আবার সবাই শ্যামলী সিনেমা হলে ছবি দেখতে আসবে।’
১২ এপ্রিল পরিচালক খালিদ মাহমুদ মিঠুর চলচ্চিত্র ‘জোনাকির আলো’ দিয়ে হলটির উদ্বোধন হবে। সেদিন চলচ্চিত্রের বিভিন্ন তারকা ও কলাকুশলীরাও থাকবেন। একই সঙ্গে মার্কেটটিও উদ্বোধন হবে। তবে পহেলা বৈশাখ থেকে দর্শক ছবি দেখতে পারবেন বলে জানান ম্যানেজার।
১৯৭৬ সালে এক বিঘা জমিতে এই সিনেমা হলটি তৈরি করা হয়েছিল। তখন প্রায় ১৪০০ আসন ছিল হলটির। কিন্তু সম্পূর্ণ হল সহজে হাউজফুল না হওয়াতে পরে আসন সংখ্যা কমিয়ে ১১০০ তে নামিয়ে আনা হয়।
কিন্তু সিনেমা ব্যবসায় ধস নামলে হলটি আর সক্রিয় রাখা সম্ভব হয়নি। অবশেষে ১৯৯৭ সালের দিকে হলটি ভেঙ্গে ফেলে বাণিজ্যিক ভবন তৈরির উদ্যোগ গ্রহণ করেছিল মালিক পক্ষ।