বিনোদন ডেস্ক ॥ ‘চন্দ্রাবতী’ গ্রাম-গঞ্জের বহু দিনের সংস্কার আর কুসংস্কারের গল্প। যেখানে একজন পীর ও তার পরিবারের সদস্যদের নিয়ে গল্পগাথা রচিত হয়েছে। উঠে এসেছে পীরের খাদেম আর মুরিদদের ধর্মান্ধতার কথাও। ধারাবাহিক এই গল্পটিতে ধর্মের বুনট থাকলেও শেষ পর্যন্ত মানবিক কাহিনিই ফুটে উঠেছে। যেখানে আছে প্রেম-ভালাবাসা আর ঘুনে ধরা সমাজ-সংসারের চালচিত্র।
‘চন্দ্রাবতী’ নামের ধারাবাহিক নাটটিতে পীরের মেয়ের চরিত্রে অভিনয় করেছেন তিশা। যে কিনা ধর্মীয় উগ্রবাদিতায় বিশ্বাসী নয়। সে সংস্কারপন্থী। চন্দ্রাবতীকেই নিয়ে নাটকটির ডালপালা গজিয়েছে।
‘চন্দ্রাবতী’ নাটকটির চিত্রনাট্য তৈরি ও নির্দেশনা দিয়েছেন অঞ্জন আইচ। নাটকটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন, জয়ন্ত চট্টোপাধ্যায়, হাসান ইমাম, সুর্বনা মোস্তফা, বন্যা মির্জা, আফরান নিশো, ফারুক আহমেদ, সাবেরী আলম, শাহেদ শরীফ খান, মাজনুন মিজানসহ অন্যান্যরা।
আগামীকাল রাত আটটা ৩০ মিনিটে চ্যানেল নাইনে ‘চন্দ্রাবতী’ প্রচারিত হবে।