বাংলাভূমি২৪ ডেস্ক ॥ নোয়াখালীতে শুক্রবার পৃথক ঘটনায় নিহত ৪ জনের লাশ উদ্ধার করেছে পুলিশ। জেলার বেগমগঞ্জ ও সোনাইমুড়ী থানা পুলিশ লাশগুলো উদ্ধার করে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, চৌমুহনী পৌর সভার আলীপুর গ্রামের চাপরাশি বাড়ির বাসু মিয়ার পুত্র ও স্থানীয় গ্লোব বিস্কুট ফ্যাক্টরীর শ্রমিক সুমন (২৮) কে তুচ্ছ ঘটনার জের ধরে একই উপজেলার নাজির পুর গ্রামের খলিল ছুরিকাঘাত করে । এতে ঘটনাস্থলে সুমন মারা যায়। জানা গেছে নাজির পুর গ্রামের দুলালের পুত্র খলিল ১ বছর আগে আলীপুর গ্রামে চুরি করতে গিয়ে ধরা খায়। এ সময় সুমন তাকে মারধর করে। এ ঘটনার জের ধরে গত কাল সুমন নাজিরপুর রাস্তা দিয়ে হেটে যাওয়ার সময় কেরানী বাড়ির সামনে খলিল ঝাপটে ধরে তাকে । এ সময় তাকে বুকে ও পেটে ছুরিকাঘাত করলে ঘটনাস্থলে সুমন মারা যায়। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।
দুপুরে বেগমগঞ্জ উপজেলার একলাশপুর এলাকা থেকে পুলিশ বাছিত নামের এক স্কুল ছাত্রের লাশ উদ্ধার করে। সে ওই এলাকার মানিকের পুত্র। মা-বাবার সাথে অভিমান করে বাছিত গলায় ফাস দিয়ে আত্মহত্যা করেছে বলে জানিয়েছে তার পরিবারের সদস্যরা।
শুক্রবার সকাল সাড়ে ৯ টার দিকে সোনাপুর -লাকসাম রেল লাইনের চৌমুহনী রেলওয়ে স্টেশনের দক্ষিণ পাশ থেকে জিআরপি চৌমুহনী ফাঁড়ি পুলিশ আছিয়া খাতুন নামের এক ভিক্ষুকের লাশ উদ্ধার করে। একই সময় সোনাইমুড়ী উপজেলার বজরা ইউনিয়নের বগাদিয়া বাজারের পাশে পিকআপভ্যানের চাপায় বাইসাইকেল আরোহী কিশোর তারেক ঘটনাস্থলেই নিহত হয়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে।
বেগমগঞ্জ মডেল থানার ওসি মোস্তাফিজুর রহমান ও সোনাইমুড়ী থানার ওসি আবদুস সামাদ লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।