বাংলাভূমি২৪ ডেস্ক ॥ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, যে কেউ জাতীয় পতাকা, জাতীয় সঙ্গীত ও জাতির জনক নিয়ে কটাক্ষ করবে এটা হতে পারে না। আমি প্রয়োজনে মন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়ে বলছি, এসব বিষয়ে কটূক্তিমূলক বক্তব্য বন্ধে আমরা আইন করবো।
শনিবার বিকেলে জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে ‘বঙ্গবন্ধু স্মৃতি ফাউন্ডেশন আয়োজিত হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও আদর্শ’ শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সভায় নাসিম বলেন, ‘বারবার এ দেশে বঙ্গবন্ধুকে ছোট করার চেষ্টা করা হয়েছে। ইতিহাস বিকৃতির অপতৎপরতা হয়েছে। কিন্তু সত্যকে ঢাকা যায়নি। মেঘ কখনো সত্যকে ঢাকতে পারে না। বঙ্গবন্ধু স্বপ্ন দেখেছেন এবং বাস্তবায়ন করেছেন। এজন্য মানুষ যুগ যুগ ধরে মনে রাখবে। তাকে যারা ছোট করতে চায় নিজেরাই ছোট হয়েছে।’
বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদের প্রশংসা করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘বিরোধী দলের নেতা সংসদ ত্যাগ বা বর্জন করবেন না বলেছেন। ভালো বলেছেন, এমনই বিরোধী দল হওয়া উচিত। বিরোধী দল তো সরকারের সমালোচনা করবে, পরামর্শ দিবে।’
সংগঠনের সভাপতি লায়ন মো. সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন গণতান্ত্রিক ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মাওলানা মাসউদুর রহমান বিক্রমপুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক ড. মিয়া মো. আব্দুল কুদ্দুস প্রমুখ। বেঙ্গলিনিউজটোয়েন্টফোর.কম