বাংলাভূমি২৪ ডেস্ক ॥
সম্প্রতি বারডেম হাসপাতালের চিকিৎসকদের লাঞ্ছিত করার ঘটনায় জড়িতদের গ্রেফতারের নির্দেশ দেয়া হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।
বুধবার দুপুরে ঢাকা রির্পোটার্স ইউনিটির বাগানে বসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এ কথা জানান।
নাসিম বলেন, পুলিশ অভিযুক্তদের গ্রেফতার না করলে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে তারা যেসব সুবিধা-সুবিধা পান তা বন্ধ করে দেয়া হবে।
বারডেমের চিকিৎসক-কর্মচারীদের মানবন্ধন ও কর্মবিরতি থেকে ফিরে আসার নির্দেশ দেয়া হয়েছে বলেও জানান নাসিম।
মন্ত্রী বলেন, কোনো চিকিৎসক ভুল করে থাকতে পারে, সেজন্য তাকে মারা বা লাঞ্ছিত করা যায় না। প্রয়োজনে আমাদের নালিশ করুন, আমরা ব্যবস্থা নেব।
বেঙ্গলিনিউজটোয়েন্টিফোর.কম