উপজেলা প্রতিনিধি, হাকিমপুর (দিনাজপুর) ॥ ভারতের দক্ষিণ ও উত্তর দিনাজপুর জেলায় লোকসভা নির্বাচন উপলক্ষে দু’দেশের মধ্যে হিলি স্থলবন্দর দিয়ে দুদিন আমদানি-রপ্তানি বন্ধ থাকবে।
আগামী ২৪ এপ্রিল বৃহস্পতিবার ভারতে লোকসভা নির্বাচন অনুষ্ঠানের জন্য এবং শুক্রবার সাপ্তাহিক ছুটি মিলিয়ে দুদিন বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ থাকবে।
তবে বন্দরের ওয়্যারহাউজের ভেতর থেকে পণ্য ডেলিভারি দেয়াসহ বন্দরের সব কার্যক্রম চালু থাকবে এবং ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত চালু থাকবে।
বাংলাহিলি সিঅ্যান্ড এফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আব্দুর রহমান লিটন জানান, আগামী বৃহস্পতিবার ভারতের এ অঞ্চলে লোকসভা নির্বাচন উপলক্ষে ভারত থেকে বাংলাদেশে পণ্য রপ্তানি না করার ঘোষণা দিয়েছে ভারতীয় সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন।
ভারতের হিলি এক্সপোর্টারস অ্যান্ড কাস্টমস ক্লিয়ারিং এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক অষোক কুমার মণ্ডল স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে বিষয়টি আমাদের অবহিত করেছেন।
অপরদিকে, আমরাও এ বিষয়টি সিঅ্যান্ডএফ এজেন্ট, আমদানিকারকসহ বন্দর সংশ্লিষ্ট সবাইকে চিঠি দিয়ে জানিয়েছি।
তবে আগামী শনিবার সকাল থেকে পুনরায় হিলি স্থলবন্দর দিয়ে দু’দেশের মাঝে আমদানি-রপ্তানি বাণিজ্য চালু হওয়ার কথা রয়েছে।
বন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠান পানামা হিলি পোর্ট লিংক লিমিটেডের সহকারী ব্যাবস্থাপক (প্রশাশন) এসএম হায়দার জানান, বৃহস্পতিবার বন্দরের ভেতরে যদি ভারত থেকে আমদানিকৃত পণ্যবাহী ট্রাক আটকা পড়ে তাকে তবে সে পণ্যগুলো ডেলিভারি দেয়া হবে এবং বন্দরের সব বিভাগ চালু থাকবে। তবে শুক্রবার বন্দরের সকল কার্যক্রম বন্ধ থাকবে। এবং শনিবার পুনরায় বন্দরের সকল কার্যক্রম চালু হবে।