স্পোর্টস ডেস্ক ॥
সেপ ব্লাটার
দরজায় কড়া নাড়ছে আসন্ন ফুটবল বিশ্বকাপ। কিন্তু এখনও প্রস্তুতির সব কাজ সম্পন্ন করতে পারেনি স্বাগতিক ব্রাজিল। বেশ কয়টি স্টেডিয়ামের কাজ এখনও অসম্পূর্ণ। সঙ্গত কারণেই ব্রাজিল বিশ্বকাপের প্রস্তুতি নিয়ে উদ্বিগ্ন ফুটবল বিশ্ব। উদ্বিগ্নতা প্রকাশ করে আসছিল বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রণ সংস্থা ফিফাও। কিন্তু হঠাৎ করেই সুর পাল্টাল ফিফা। সংস্থাটির প্রধান সেপ ব্লাটার বলেন, তার জানা মতে, এর আগেও কোনো বিশ্বকাপের প্রস্তুতি সময়মতো সম্পন্ন হয়নি। নির্মাণ কাজ দেরি হওয়া সত্ত্বেও জুন-জুলাইয়ে সময়মতোই বিশ্বকাপ অনুষ্ঠিত হবে বলে আশাবাদী ব্লাটার। হংকং সফররত ফিফা প্রধান এক বিবৃতিতে বলেন, ‘ফিফায় যোগ দেয়ার পর এটা আমার ১০তম বিশ্বকাপ এবং এ সময়ে আমি দেখেছি কোনো বিশ্বকাপের প্রস্তুতিই নির্ধারিত সময়ে শেষ হয়নি।’
দক্ষিণ আফ্রিকার বিশ্বকাপের অভিজ্ঞতা টেনে ব্লাটার বলেন, ‘আমার মনে আছে, চার বছর আগে মানুষ বলাবলি করছিল, আমাদের দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে যাওয়া উচিত হবে না। ওখানে রাস্তায় হাঁটতে গেলে নাকি সাধারণ মানুষকে বুলেটপ্রুফ পোশাক পরতে হবে।’
ব্রাজিল বিশ্বকাপের প্রস্তুতি নিয়ে সবাইকে আশাবাদী হওয়ার আহ্বান জানিয়ে ব্লাটার বলেন, ‘আমরা যেমন আশাবাদী, আপনাদেরও তেমন আশাবাদী হওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। ফুটবল অন্য যে কোনো শক্তির চেয়ে বেশি শক্তিশালী। কারণ ফুটবল সারা বিশ্বেই খেলা হয়। আমার বিশ্বাস, সবকিছুর পরও ব্রাজিলে মনে রাখার মতো একটি বিশ্বকাপ অনুষ্ঠিত হতে যাচ্ছে।’
এ সফরে ব্লাটার হংকং ফুটবল অ্যাসোসিয়েশনের নতুন অফিস উদ্বোধন করবেন। তবে তার এ সফর তেমন সুখকর হচ্ছে না প্রতিবাদীদের কারণে। ২০২২ সালে অনুষ্ঠেয় কাতার বিশ্বকাপের অবকাঠামো নির্মাণের কাজে শ্রমিক মৃত্যুর ঘটনা ঘটায় রাস্তার পাশে বেশকিছু মানবতাবাদী সংগঠন ব্লাটারের সামনে প্রতিবাদ জানিয়েছে।