কাপাসিয়া প্রতিনিধি ॥ কালীগঞ্জে অসামাজিক কর্মকা-ের দায়ে এক প্রেমিক যুগলকে এক হাজার টাকা জরিমানা করা হয়েছে।
গত ২৫ এপ্রিল ভ্রাম্যমাণ আদালত তাদের এ দ- দেন। এর আগে কালীগঞ্জ উপজেলার জাঙ্গালীয়া ইউনিয়নের উডিরটেক এলাকার পরিত্যক্ত একটি ঘর থেকে তারা আটক হন।
এ ছাড়া কাপাসিয়া উপজেলা শহরের এক আবাসিক হোটেল থেকে অসামাজিক কাজে লিপ্ত থাকার অভিযোগে আরো ৪ জনকে আটক করেছে পুলিশ।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, গত ২৪ এপ্রিল বিকেলে কালীগঞ্জের উডিরটেকের পরিত্যক্ত একটি ঘরে অসামাজিক কাজে লিপ্ত থাকা অবস্থায় মোক্তাপুর ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে মো. শামীম হোসেন ওরফে শরীফ (২২) ও কাপাসিয়ার রাওনাইট গ্রামের কলেজ পড়ুয়া সুমিকে (১৮) হাতেনাতে আটক করে এলাকাবাসী।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রেমিক যুগলকে কালীগঞ্জ থানায় নিয়ে আসে। পরদিন বিকেলে তাদের কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল আহসান তালুকদারের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়।
আদালত শামীম ও সুমিকে এক হাজার টাকা করে জরিমানা করেন। পরে অভিযুক্তরা জরিমানার অর্থ পরিশোধ করে মুক্তি পান।
কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল আহসান তালুকদার ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
এদিকে, কাপাসিয়া বাজারে প্রধান সড়কে কাজী ইন্টারন্যাশনাল আবাসিক হোটেলে পুলিশ গত ২৫ এপ্রিল বিকেলে অভিযান চালায়। এসময় অসামাজিক কাজে লিপ্ত থাকার অভিযোগে পুলিশ তিন নারীসহ ৬ জনকে আটক করে। এরা হলেন- গাজীপুরের মাস্টার বাড়ির আবদুস কুদ্দুসের ছেলে জাকির হোসেন (২৭), একই গ্রামের জামানের মেয়ে রিপা (১৯), কালিগঞ্জ উপজেলার সাওরাইট গ্রামের নিরঞ্জন চন্দ্র ম-লের ছেলে জয় চন্দ্র ম-ল(২৩), একই গ্রামের রিতা রানী ম-ল (২৬), কালিগঞ্জ উপজেলার চুপাইর গ্রামের মাসুম রানা (২৬) ও আফরোজা (২৩)।
কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান উল্লাহ জানান, কাজী ইন্টারন্যাশনাল হোটেলের মালিক কাজী সিরাজুল ইসলাম ও ম্যানেজার জয় বাবুসহ আটককৃতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে।