স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর কমলাপুরের টিটিপাড়ায় ট্রেন-বাসের সংঘর্ষে ১২ জন নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন বেশ কয়েকজন। নিহত ব্যক্তিদের মধ্যে সবার নাম-পরিচয় এখনো জানা যায়নি।
মঙ্গলবার রাত ১০টা দশের দিকে এ দুর্ঘটনা ঘটে। এ তথ্য জানিয়েছেন কমলাপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল মজিদ।
নারায়ণগঞ্জ থেকে কমলাপুরগামী একটি ট্রেনের সঙ্গে বলাকা পরিবহণের একটি বাসের সংঘর্ষ হয়। এতে বাসটি দুমড়ে-মুচড়ে যায়।
আশঙ্কা করা হচ্ছে, নিহত ব্যক্তির সংখ্যা আরো বাড়তে পারে। স্থানীয় লোকজন আহত ব্যক্তিদের উদ্ধার করে নিকটস্থ হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি করেন। তবে বেশির ভাগকে চিকিৎসা দেওয়া হচ্ছে ইসলামী ব্যাংক হাসপতাল মতিঝিল শাখায়।
আমাদের ঢামেক হাসপাতাল প্রতিবেদক জানিয়েছেন, আহত ব্যক্তিদের মধ্যে ৪ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এদের মধ্যে নাজমুন সাবা নাজু নামে এক যাত্রী সেখানে মারা গেছেন। তিনি দিনাজপুর সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।
নিহত নাজু দৈনিক জনকণ্ঠ- এর সাব এডিটর এবং ঢাকা সাব এডিটরস কাউন্সিলের দপ্তর সম্পাদক একেএম ওবায়দুর রহমানের স্ত্রী। ওবায়দুর রহমানও ওই বাসে ছিলেন। ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়েছে।