জেলা প্রতিনিধি, নারায়ণগঞ্জ ॥ নারায়ণগঞ্জের সদর উপজেলার ফতুল্লায় স্বামী-স্ত্রীকে কুপিয়ে ও গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।
রোববার রাতের যে কোনো সময় ফতুল্লার ভুলাইল এলাকার নিজ বাড়িতে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। এরা হলেন- স্বামী আমান উল্লা (৫০) ও স্ত্রী হোসনে আরা (৩৫)। হোসনে আরা তার দ্বিতীয় স্ত্রী বলে জানা গেছে।
এ ঘটনায় আলমগীর ও আবু বক্কর নামে দু’জনকে আটক করা হয়েছে। এরা দুজন আমান উল্লার প্রথম স্ত্রী রীনার ভাই।
খবর পেয়ে পুলিশ ও জেলা তদন্তকারী দলের সদস্যরা ঘটনাস্থল ঘিরে রেখেছেন।
ফতুল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আক্তার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, ধারণা করা হচ্ছে জমি-জমা সংক্রান্ত বিরোধের জের ধরে এ হত্যাকাণ্ড ঘটেছে।