মুক্তিযোদ্ধা সংসদ গাজীপুর ইউনিটের নির্বাচনী প্রচার প্রচারণা জমে উঠেছে

স্টাফ রিপোর্টার ॥ দেশ ও জনগণের অতন্দ্র প্রহরী জাতির শ্রেষ্ঠ সন্তানদের নিয়ে গঠিত বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ। এই সংসদের গাজীপুর জেলা ইউনিটের নির্বাচনী প্রচার প্রচারণা জমে উঠেছে। নির্বাচন উপলক্ষে গাজীপুর জেলা ইউনিট থেকে তিনটি প্যানেলে ভাগ হয়ে নিজ নিজ কর্মী সমর্থকদের নিয়ে জোড়ালোভাবে প্রচার প্রচারণা চালাচ্ছেন। তিন ইউনিটের প্রার্থীরা সকাল থেকে গভীর রাত পর্যন্ত ভোটারদের বাড়ী বাড়ী গিয়ে ভোট ও দোয়া প্রার্থনা করছেন। ফলে মুক্তিযোদ্ধা ভোটারদের মাঝে বিরাজ করছে উৎসবের আমেজ উক্ত নির্বাচন আগামী ৪ জুন অনুষ্ঠিত হবে। নির্বাচনে ভোটারের সংখ্যা ২ হাজার ৭’শ। এবারের নির্বাচনে যে তিনটি প্যানেল প্রতিদ্বন্দ্বীতা করছেন তারা হলেন- সাবেক জেলা কমান্ডার ও সাবেক এমপি আলহাজ্ব কাজী মোজাম্মেল হকের প্যানেলে হেলিকপ্টার প্রতীক নিয়ে ডেপুটি জেলা কমান্ডার হিসাবে আলহাজ্ব মোঃ মহর আলী ও আলহাজ্ব এস.এম মজিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক পদে আলহাজ্ব মোঃ আবু হানিফ, প্রচার সম্পাদক পদে আলহাজ্ব মোঃ সাহাবুদ্দিন সর্দার, তথ্য ও গবেষণা পদে আলহাজ্ব মোঃ ইমান উদ্দিন, অর্থ সম্পাদক পদে আ.জ.ম এনামুল হক, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে ইঞ্জিনিয়ার মোঃ রফিকুল আলম, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক পদে এ.কে.এম হেলাল উদ্দিন, ক্রীড়া সম্পাদক পদে আলহাজ্ব মোঃ ইজ্জত আলী মোল্লা, শ্রম ও জনশক্তি সম্পাদক পদে মোঃ আব্দুল হক, দপ্তর সম্পাদক পদে আব্দুল্লাহ মাষ্টার, প্রকল্প সমবায় সম্পাদক পদে মোঃ আবুল কালাম আজাদ, শিক্ষা, পাঠাগার ও মিলনায়তন সম্পাদক পদে আলহাজ্ব এ.কে.এম খালিকুজ্জামান, কার্যকরী সদস্য পদে আলহাজ্ব আক্তারুজ্জামান শুকুর, মোঃ আব্দুর রাজ্জাক, আলহাজ্ব মোঃ আব্দুল গফুর মোল্লা।
আব্দুর রউফ নয়ন প্যানেল থেকে বাস প্রতীক নিয়ে ডেপুটি কমান্ডার হিসেবে মোঃ বদরুজ্জামান ভূইয়া খসরু ও আফাজ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক পদে আইন উদ্দিন, প্রচার সম্পাদক পদে শেখ মোঃ শহিদুল্লাহ, তথ্য ও গবেষণা সম্পাদক পদে মোঃ এ.কে.এম ফজলুর রহমান খান, অর্থ সম্পাদক পদে মোঃ খোরশেদ হোসাইন, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে মোঃ হুরমুজ আলী, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক পদে মিসেস নিলিমা আহম্মেদ, ক্রীড়া সম্পাদক পদে মিঃ আব্রাহান অরুন ডি কস্তা, শ্রম ও জনশক্তি সম্পাদক পদে মোঃ আবু বকর সিদ্দিক, দপ্তর সম্পাদক পদে আব্দুল হান্নান সরকার, প্রকল্প সমবায় সম্পাদক পদে জয়নাল আবেদীন, শিক্ষা ও পাঠাগার সম্পাদক পদে আব্দুল মজিদ এবং কার্যকরী সদস্য পদে মোঃ নুর আহাম্মদ, মোঃ সিরাজ উদ্দিন, মোঃ ওয়াহিদ উল্লাহ প্রধান।
অপরদিকে আলহাজ্ব রমিজ উদ্দিন মাষ্টার প্যানেল থেকে পদ্মফুল প্রতীক নিয়ে ডেপুটি কমান্ডার হিসেবে আব্দুল বাতেন ভূইয়া ও আব্দুল বাতেন মোল্লা, সাংগঠনিক সম্পাদক পদে সাখাওয়াত হোসেন মিলন, প্রচার সম্পাদক পদে নুরুল ইসলাম মন্ডল, তথ্য ও গবেষণা পদে আহসান উল্লা সরকার, অর্থ সম্পাদক পদে মোঃ শহর আলী, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে আব্দুল হামিদ, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক পদে মোঃ কফিল উদ্দিন, ক্রীড়া সম্পাদক পদে মোঃ শাহজাহান, শ্রম ও জনশক্তি সম্পাদক পদে মোঃ আলী আকবর, দপ্তর সম্পাদক পদে আব্দুর রশিদ মৃধা, প্রকল্প সমবায় সম্পাদক পদে মোঃ ওবায়দুর রহমান, শিক্ষা, পাঠাগার ও মিলনায়তন সম্পাদক পদে ইজ্জত আলী পালওয়ান, কার্যকরী সদস্য পদে ডি.এ কাইয়ুম, ডাক্তার ইসমাইল হোসেন, মোঃ চুন্নু মিয়া প্রতিদ্বন্দীতা করছেন। এই ব্যাপারে নাম প্রকাশে অনিচ্ছুক জেলা মুক্তিযোদ্ধা ইউনিটের একজন ভোটার বাংলাভূমি’কে জানান, জেলা ইউনিট নির্বাচনে তিনটি প্যানেল থেকে নির্বাচন করলেও মূল লড়াই হবে দুইটি প্যানেলে এবং আমাদের উক্ত ফলাফলের জন্য আগামী ৪ জুন পর্যন্ত অপেক্ষা করতে হবে।

শেয়ার করুন

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

প্রধান সম্পাদক : সাঈদুর রহমান রিমন
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

সার্বিক যোগাযোগ : চৌধুরী মল (৫ম তলা), ৪৩ হাটখোলা রোড, ঢাকা-১২০৩॥

গাজীপুর অফিস : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০॥

হটলাইন: ০১৭৫৭৫৫১১৪৪ ॥ সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫